<p><br></p>
আশুলিয়ায় গার্মেন্টস কর্মীকে গুলিবিদ্ধের ঘটনায় গণপূর্ত
অধিদপ্তরের মো:আবু সুফিয়ান
মাহবুব (লিমন)ও সাইফুজ্জামান চুন্নুর
এর বিরুদ্ধে মামলা হওয়ার পর পর চলে
যান ঢাকার বাহিরে।নিজেরা ট্রান্সফার নিয়ে চলে যান ঢাকার বাহিরের জেলায়। কিন্তু থামেনি তাদের অবৈধভাবে টেন্ডার দেওয়া।
গত
পাঁচ ই আগস্ট শেখ
হাসিনা পদত্যাগের দাবিতে রাজধানীর আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করার সময় পুলিশ ও আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ সহ একটি মুখোশবাহী
পালিত গুন্ডাবাহিনীর গুলিতে নিহত
ও আহত হন বেশকিছু সাধারণ
মানুষ।এই নিয়ে গত ১লা অক্টোবর
২০২৪ মঙ্গলবার বিজ্ঞ আদালতে এক মামলা দায়ের
করা হয়।
যাহা
সি.আর, মামলা নং - ১৩১৬/২০২৪ (আশুলিয়া)। ধারা ১৪৩/১৪৭/১৪৮/৩২৬/৩০৭/৩২৫/৪৩৫/২০১,৩৪ যা দণ্ডনীয়
ও শাস্তিযোগ্য অপরাধ।এই ঘটনায় আসামিদের গ্রেফতারের নির্দেশ দেন।
আসামিদের
মধ্যে উল্লেখযোগ্য এবং মাস্টারমাইন্ড
মুখোশধারী গণপূর্ত অধিদপ্তরের মো:আবু সুফিয়ান
মাহবুব লিমন ও সাইফুজ্জামান চুন্নু,
সূত্রে জানা যায়,এই দুইজন নির্বাহী
প্রকৌশলী পিছনে থেকে তাহার একদল গুন্ডাবাহিনী পরিচালনা করেন।
মামলা
হওয়ার পরপরই ঢাকা
থেকে নিজেরা ট্রান্সফার নিয়ে নেন বিভিন্ন
জেলায়। কিন্তু সেখানে যাওয়ার পরও থামেনি তাদের অনৈতিক কর্মকাণ্ড। টেন্ডার পাশ হওয়ার আগে টাকা নেওয়া এবং ঢাকার ঠিকাদারদের অগ্রিমভাবে কাজের
টেন্ডার বিক্রি করে দেওয়া।
অভিযোগ
উঠে এসেছে গণপূর্ত এর নির্বাহী প্রকৌশলী
আবু সুফিয়ান লিমন,সাইফুজ্জামান চুন্নুর বিরুদ্ধে।এই বিষয়ে গণমাধ্যম কর্মী,গণপূর্ত অধিদপ্তরের মো:আবু সুফিয়ান
মাহবুব লিমন ও সাইফুজ্জামান চুন্নুর
কাছে এই বিষয়টি জানতে
চাইলে তিনি অস্বীকার করেন এবং বলেন আমার এখন ঢাকার ভাইরে পোস্টিং এই বিষয়ে আমি
কিছু জানি না।তাকে একাধিকবার মুঠোফোন কল দেওয়ার পরও
উনি কোন বিষয় এ সাক্ষাৎ দিতে
রাজি হননি।
এছাড়াও
এই দুইজন নির্বাহী প্রকৌশলী যাদের
বিরুদ্ধে আগেও রয়েছে
তামাক সেবনের জন্য আলাদা কক্ষ বানানোর সহ ব্যাপক অনিয়ম
ও দুর্নীতির অভিযোগ।সাবেক গণপূর্ত সচিব ওয়াসিউদ্দিনের কাছের লোক হওয়ায় তিনি ধরাকে সরাজ্ঞান করেন বলে অভিযোগ করেছেন তার একাধিক ঠিকাদার ও তার সহকর্মীরা।
তারা জানান, এই দুইজন প্রকৌশলী বিভিন্ন ভুয়া বিল ভাউচারের মাধ্যমে টাকা উত্তোলন করেন। আবার পছন্দের ঠিকাদারের মাধ্যমে কাজ ঠিক মত না করেও
বিল তুলে নেন। বিষয়টি তদন্ত করলে বেরিয়ে আসবে বলে জানান তারা। সংস্লিষ্টরা জানান, এই দুইজন নির্বাহী
প্রকৌশলীর আওতাধীন সুপ্রিম কোর্ট এলাকা দেখভাল করার দায়িত্ব থাকলেও তারা সে দায়িত্ব পালন
করেন না। এমনকি প্রকল্প সাইটেও তাদের দেখা যায় না।
এ
কারনে সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার সম্প্রতি তা্দের পরিবর্তে অন্য একজন প্রকৌশলীকে পদায়নের জন্য প্রধান প্রকৌশলীকে অনুরোধ করেন। তবে প্রধান প্রকৌশলী রেজিষ্ট্রারকে জানান, সামনে জুন ক্লোজিং তাই জুনের পর বিষয়টি তিনি
বিবেচনায় নিবেন। একাধিক প্রকৌশলী জানান, নির্বাহী প্রকৌশলী আবু সুফিয়ান আইবির গত কমিটির যান্ত্রিক
প্রকৌশল বিভাগের সম্পাদক ছিলেন। কিন্তু আইইবিতে বসেই নেশা করার বিষয়টি জানাজানি হওয়ার কারনে সংগঠন থেকে তাকে আর মনোনয়ন দেওয়া
হয়নি।
(আরো
বিস্তারিত থাকছে দ্বিতীয় পর্বে)