<p><br></p>
০৭ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার, ০৮:১৫:৫৭ পূর্বাহ্ন


গোপালগঞ্জ ও পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৫-১২-২০২৪
গোপালগঞ্জ ও পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ছবি : সংগৃহীত


ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এছাড়া ট্রাকচাপায় পুলিশের এক এসআই প্রাণ হারিয়েছেন। অন্যদিকে পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক এনজিও কর্মী নিহত হয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে।

                               

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় মাহিয়া আক্তার মৌ () নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বিকালে উপজেলার জয়নগর বাজারে দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার ওসি মো. শফি উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। মাহিয়া আক্তার মৌ জয়নগর গ্রামের মাসুদ সরদারের মেয়ে।

 

অন্যদিকে টেকেরহাট-ঘোনাপাড়া আঞ্চলিক সড়কের ভেড়ার বাজার এলাকায় ট্রাকচাপায় সাইফুল ইসলাম নামে এক এসআই নিহত হয়েছেন। গতকাল বেলা ২টার দিকে দুর্ঘটনা ঘটে। সাইফুল ইসলাম ফরিদপুরের সালথা থানার নকুলহাটি গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে। তিনি গোপালগঞ্জ পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এসআই হিসেবে কর্মরত ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, ডিউটি শেষে দুপুরে বাসায় ফিরছিলেন সাইফুল ইসলাম। সময় টেকেরহাট-ঘোনাপাড়া আঞ্চলিক সড়ক পার হতে গিয়ে একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে পটুয়াখালীর মহিপুরে বাসের ধাক্কায় সাগর শিকদার অনু (২৭) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের কাছে দুর্ঘটনা ঘটে। সাগর মনোহরপুর গ্রামের জয়দেব সিকদারের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্স কলাপাড়া কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের নৈশপ্রহরী এবং অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

 

 

 

শেয়ার করুন