২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৭:৩০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


পাঁচ দিনের রিমান্ডে কনক সরওয়ারের বোন নুসরাত
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৬-১০-২০২১
পাঁচ দিনের রিমান্ডে কনক সরওয়ারের বোন নুসরাত রিপোর্টারঃ মাহমুদুল হাসান জসিম


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউব ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে সাংবাদিক ড. কনক সরওয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে দুই মামলায় পাঁচ দিন রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন।ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) বদরুল মিল্লাত আসামি নুসরাতকে হাজির করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাত দিন ও মাদক মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করেন।                                                                                                                                                                                                                                                                                          শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকী ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন দিন রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া মাদকের মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।                                                                     
এর আগে গতকাল ভোরে রাজধানীর উত্তরা থেকে নুসরাত শাহরিন রাকাকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার রাতে র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।আব্দুল্লাহ আল মোমেন বলেন, ‘অভিযান চালানোর সময় রাষ্ট্রবিরোধী মন্তব্যসহ একটি মুঠোফোন, একটি পাসপোর্ট ও ভয়ংকর মাদক আইস উদ্ধার করা হয়।’                                                     
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আব্দুল্লাহ আল মোমেন বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায়, নুসরাত শাহরিন রাকাকে রাষ্ট্রবিরোধী ও ষড়যন্ত্রকারী চক্রের একজন সক্রিয় সদস্য। এসব কারণে তিনি রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে মিথ্যাচার, বিভ্রান্তিকর, মানহানিকর বক্তব্য ছাড়াও বিভিন্ন উসকানিমূলক তথ্য প্রচারের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।      তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী বিতর্কিত উপস্থাপক ড. কনক সরওয়ারের বোন।’ দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, সম্প্রতি দেশ-বিদেশে অবস্থান করে একটি চক্র রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক অপপ্রচার করছে। এদের বেশ কয়েকজন সদস্য বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। যারা দেশীয় এজেন্টদের সঙ্গে যোগসাজশে এই ধরনের অপকর্ম করছে, তাদের ধরতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১-এর অভিযানে ভোরে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে নুসরাত শাহরিন রাকাকে গ্রেপ্তার করা হয়।          র‌্যাব জানায়, চক্রের বেশ কয়েকজন সদস্য বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন অপপ্রচারের সঙ্গেও জড়িত। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তারা অপপ্রচার চালাচ্ছিল।

শেয়ার করুন