<p><br></p>
০৭ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার, ০৮:৪৫:০৫ পূর্বাহ্ন


অভিষেকের প্রথম দিনই রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতিতে পৌঁছাতে চান ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২৪
অভিষেকের প্রথম দিনই রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতিতে পৌঁছাতে চান ট্রাম্প ছবি : সংগৃহীত


যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিষেকের প্রথম দিনেই ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধবিরতিতে পৌঁছাতে চাইছেন। একটি সূত্রের বরাতে মার্কিন টেলিভিশন সংস্থা এনবিসি তথ্য জানিয়েছে।


প্রতিবেদনের তথ্য বলছে, ট্রাম্পের টিম ইউক্রেন রাশিয়ার মধ্যে একটি যুদ্ধবিরতির মধ্যস্থতা করার জন্য কঠোর পরিশ্রম করছে। এটি শান্তি আলোচনার পথ প্রশস্ত করতে পারে।

ট্রাম্প বারবার বাইডেন প্রশাসনের সংঘাত মোকাবেলা পদ্ধতির সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, হোয়াইট হাউসে তিনি দায়িত্বে সংঘাত থাকতো না।

 

এনবিসি নিউজ বলছে, ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দল এরই মধ্যে বিদায়ী হোয়াইট হাউস কিয়েভ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিথ কেলোগ গত সপ্তাহে ভ্লাদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রে ইয়ারমাকের সঙ্গে সাক্ষাৎ করেন।

 

এদিকে, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান তার সম্ভাব্য উত্তরসূরি মাইক ওয়াল্টজের সঙ্গে যোগাযোগ করে 'প্রাসঙ্গিক তথ্য' শেয়ার করছেন বলে জানিয়েছে এনবিসি। তবে তারা যুদ্ধবিরতি বা সংঘাত অবসানের কৌশল নিয়ে আলোচনা করেননি বলে জানা গেছে। ২০ জানুয়ারির অভিষেকের আগে বাইডেনের কোনো কর্মকাণ্ডে ট্রাম্প যাতে বিস্মিত না হন, তা নিশ্চিত করতেই এই আলোচনা বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা।

 

 

 

শেয়ার করুন