<p><br></p>
০৫ জানুয়ারী ২০২৫, রবিবার, ১২:৩১:০৫ অপরাহ্ন


সৌদি প্রো লিগে রোনালদোর জোড়া গোলে জয় পেল আল নাসর
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ৩০-১১-২০২৪
সৌদি প্রো লিগে  রোনালদোর জোড়া গোলে জয় পেল আল নাসর সৌদি প্রো লিগে আবারও জোড়া গোলে দলকে জেতালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দামাকের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে আল নাসর।ছবি : সংগৃহীত


শুক্রবার ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধের সপ্তদশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। এরপর দ্বিতীয়ার্ধের ৭৯তম মিনিটে সতীর্থের পাসে কাছ থেকে শটে দ্বিতীয় গোলটি করেন পর্তুগিজ তারকা। রোনালদোর গোলসংখ্যা এখন ৯১৫টি।

 

প্রো লিগে আগের ম্যাচেই হারের স্বাদ পেয়েছিল আল নাসর। এবার ফিরল জয়ের ধারায়। এই ম্যাচ জিতে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে তারা। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আল হিলাল দুইয়ে, ৩০ পয়েন্ট নিয়ে আল-ইত্তিহাদ শীর্ষে আছে।

শেয়ার করুন