<p><br></p>
০৭ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার, ০৮:২০:২৫ পূর্বাহ্ন


বকেয়া বেতনের দাবিতে ফের মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৪
বকেয়া বেতনের দাবিতে ফের মহাসড়ক অবরোধ ছবি : সংগৃহীত


বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে। মাহমুদ জিনস কারখানার শ্রমিক কর্মকর্তারা অবরোধ করেছেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই মহাসড়কে যাতায়াতকারী যাত্রী চালকেরা।

 

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিক্ষুব্ধ শ্রমিক কর্মকর্তারা মহাসড়ক অবস্থান করে অবরোধ করে রাখেন।

 

শ্রমিক কারখানার কর্মকর্তারা জানান, শ্রমিকদের এক মাসের বকেয়া, সার্ভিস বেনিফিট কারখানার কর্মকর্তাদের ক্ষেত্রবিশেষে ছয় থেকে মাসের বকেয়া বেতন এবং সার্ভিস বেনিফিটের দাবিতে বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিক কর্মকর্তাদের বকেয়া বেতন সার্ভিস বেনিফিট দেব-দিচ্ছি করে বকেয়া রেখেছে। নিরুপায় হয়ে পোশাককর্মীরা রাস্তায় নেমেছে।

 

মহাসড়ক অবরোধ প্রসঙ্গে গাজীপুরের শিল্প পুলিশ সুপার আনোয়ার আলম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মালিকপক্ষ বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

 

শেয়ার করুন