<p><br></p>
পাকিস্তানের
রাজধানীতে বিক্ষোভের ঘটনায় প্রায় এক হাজার বিক্ষোভকারীকে
গ্রেপ্তার করেছে ইসলামাবাদ পুলিশ। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করা বিক্ষোভের ঘটনায় গত তিন দিনে
তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার ইসলামাবাদ পুলিশ এই তথ্য জানায়।
আন্তর্জাতিক
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিক্ষোভকারীরা রাজধানীতে প্রবেশ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেআইনি ও অতিরিক্ত শক্তি
প্রয়োগ করেছে।
এর
আগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা
চেয়ারম্যান ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে গত ২৪ নভেম্বর
ইসলামাবাদ অভিমুখে রওনা দেন পিটিআইয়ের নেতাকর্মী ও সমর্থকরা। তবে
ইসলামাবাদের রেড জোন এবং ডি চকে পৌঁছানোর
পর পুলিশ, রেঞ্জার্স এবং সেনা সদস্যদের হাতে ব্যাপক ধরপাকড়ের শিকার হন পিটিআইয়ের নেতাকর্মীরা।
ধরপাকড়ের
এক পর্যায়ে ঘটনাস্থল থেকে সরে যান আন্দোলনের শীর্ষ দুই নেতা খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপোর এবং ইমরান খানের স্ত্রী বুশরা বিবি।
নির্বাচনের
পর থেকে পিটিআই সরকারি দমন–পীড়ন উপেক্ষা করে নিয়মিত সভা-সমাবেশ করছে। নির্বাচনের পর রাজধানীতে পিটিআইয়ের
গত মঙ্গলবারের সমাবেশটি ছিল সবচেয়ে বড়।
পিটিআইয়ের
১০ হাজারের বেশি বিক্ষোভকারী ইসলামাবাদে প্রবেশ করেছিলেন। এ ক্ষেত্রে তাঁরা
নানা বাধাবিপত্তি ও সমাবেশ করার
ওপর দেওয়া নিষেধাজ্ঞা উপেক্ষা করেছিলেন। বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
ইসলামাবাদ
পুলিশের মহাপরিদর্শক আলী নাসির রিজভী বলেন, গত রোববার থেকে
মঙ্গলবারের মধ্যে ৯৫৪ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার
করা হয়েছে।
সরকারের
পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল ভোরে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়। এর আগে এই
বিক্ষোভকে কেন্দ্র করে সংঘাত-সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তা ও
আধা সামরিক বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন।
ইমরান
খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। তাঁর বিরুদ্ধে কয়েক ডজন মামলা আছে। কয়েকটি মামলায় তাঁকে দণ্ডও দেওয়া হয়েছে। এ কারণে তিনি
গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি। এই নির্বাচনে ব্যাপক
কারচুপির অভিযোগ করেছেন তিনি।