১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৯:৩৬:২৩ পূর্বাহ্ন


আন্দোলনে অস্ত্র ব্যবহারে হত্যার অভিযোগে সাভারে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ০৭-১০-২০২৪
আন্দোলনে অস্ত্র ব্যবহারে হত্যার অভিযোগে সাভারে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও একাধিক হত্যার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁর নাম সাদেক ভূঁইয়া। গতকাল রোববার রাতে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সাদেক ভূঁইয়া ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ–সভাপতি ও একই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সাভারের নবীনগরের র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান।

এতে বলা হয়, গত ৫ আগস্ট আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন সাদেক ভূঁইয়া। ওই ঘটনায় আশুলিয়া থানা এলাকায় বেশ কয়েকজন ছাত্র-জনতা নিহত হন। পরবর্তী সময়ে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বাদী হয়ে আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা করেন। এসব হত্যা মামলার পর থেকেই আত্মগোপনে ছিলেন এই নেতা।

আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, ১৫ বছর ধরে ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য ছিলেন সাদেক ভূঁইয়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় প্রভাব বিস্তার করে আন্দোলনকারীদের প্রতিহত করার চেষ্টা করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


শেয়ার করুন