০২ মে ২০২৪, বৃহস্পতিবার, ০৭:০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন দুই শিক্ষার্থী
সিনিয়র রিপোর্টার , এ কে আনোয়ার
  • আপডেট করা হয়েছে : ১৪-১১-২০২১
কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন দুই শিক্ষার্থী


মৌলভীবাজারের কমলগঞ্জের দুই শিক্ষার্থী কারাগার থেকে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন। তারা হত্যা মামলায় ও নারী ও শিশু নির্যাতন মামলায় দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন। আদালতের নির্দেশে এ দুই আসামি কারাগারে থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

মৌলভীবাজার কারাগার সূত্রে জানা যায়, কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের বাসিন্দা এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী একটি হত্যা মামলায় এবং মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগানের খ্রিস্টানটিলার বাসিন্দা মাধবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নারী ও শিশু নির্যাতন মামলায় দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন।

এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্মমোহন সিংহ ও মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান জানান, কর্তৃপক্ষের নির্দেশে মানবিক বিভাগের ২ শিক্ষার্থী বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশ নিবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মৌলভীবাজার জেলার কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন বলেন, আদালতের নির্দেশ পাওয়ার পর তাদের পরীক্ষা গ্রহণের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নেই। কারাগারে বসে যাতে তারা পড়াশুনা করতে পারে সেই ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। দুই শিক্ষার্থী পুলিশ পাহারায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিবেন।

শেয়ার করুন