কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন দুই শিক্ষার্থী


সিনিয়র রিপোর্টার , এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 14-11-2021

কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন দুই শিক্ষার্থী

মৌলভীবাজারের কমলগঞ্জের দুই শিক্ষার্থী কারাগার থেকে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন। তারা হত্যা মামলায় ও নারী ও শিশু নির্যাতন মামলায় দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন। আদালতের নির্দেশে এ দুই আসামি কারাগারে থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

মৌলভীবাজার কারাগার সূত্রে জানা যায়, কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের বাসিন্দা এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী একটি হত্যা মামলায় এবং মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগানের খ্রিস্টানটিলার বাসিন্দা মাধবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নারী ও শিশু নির্যাতন মামলায় দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন।

এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্মমোহন সিংহ ও মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান জানান, কর্তৃপক্ষের নির্দেশে মানবিক বিভাগের ২ শিক্ষার্থী বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশ নিবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মৌলভীবাজার জেলার কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন বলেন, আদালতের নির্দেশ পাওয়ার পর তাদের পরীক্ষা গ্রহণের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নেই। কারাগারে বসে যাতে তারা পড়াশুনা করতে পারে সেই ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। দুই শিক্ষার্থী পুলিশ পাহারায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিবেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা