২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ১২:১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


রায়পুরে করোনার টিকা নিতে ভিড়, হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৩-১১-২০২১
রায়পুরে করোনার টিকা নিতে ভিড়, হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ


লক্ষীপুরের রায়পুরে করোনার টিকা নিতে আগ্রহী মানুষের সংখ্যা বাড়ছে। শনিবার (১৩ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আগ্রহী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। এ সময় মানুষের মধ্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার কোনো প্রবণতা লক্ষ্য করা যায়নি। গ্রহীতার তুলনায় মাত্র দুটি বুথে টিকা প্রদান করায় দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। ফলে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

জানা গেছে, ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রম না থাকায় রেজিস্ট্রেশন করেই মানুষ হাসপাতালে ছুটছে। সকাল ৬টা থেকেই টিকা প্রত্যাশীরা হাসপাতালের সামনে ভিড় জমায়। এ সময় মানুষ স্বাস্থ্যবিধি তো মানছে না বরং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে নানা তর্কে জড়িয়ে পড়ছে। অপরদিকে টিকা গ্রহণকারীদের অনেকেই জানান, সকাল ৯টা থেকে টিকা প্রদান শুরু হয়। তারা অনেকেই সকাল ৭টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন টিকা নেওয়ার জন্য। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা  ডা. জাকির হোসেন বলেন,  আগের তুলনায় টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা বাড়ছে। মানুষের মনে যে শঙ্কা ছিল তা দূর হয়ে গেছে। এ পর্যন্ত তাদের কাছে ৩০০ ডোজ টিকা রয়েছে। শুধু এসএমএস প্রাপ্ত ব্যক্তিরাই টিকা নিতে পারবেন। যাদের কাছে এসএমএস যায়নি ভবিষ্যতে এসএমএস প্রাপ্তি সাপেক্ষে টিকা নিতে পারবেন। এছাড়াও অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকাও তাদের কাছে মজুদ রয়েছে এবং দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম চলছে। 

তিনি আরও জানান, আমরা এরই মধ্যে জনগণকে অবহিত করেছি, যারা এসএমএস পাবেন তারাই শুধু হাসপাতালে টিকা গ্রহণ করতে আসবেন। কিন্তু সাধারণ মানুষ রেজিস্ট্রেশন করেই হাসপাতালে চলে আসছেন। যে কারণেই ভিড়টা একটু বেশি। টিকার স্বল্পতার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আজ পর্যন্ত টিকার স্বল্পতা নেই। ভবিষ্যতে টিকা সরবরাহ না থাকলে স্বল্পতা দেখা দিতে পারে। প্রাপ্তি সাপেক্ষে টিকা কার্যক্রম চলমান থাকবে।

শেয়ার করুন