২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১১:৪৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


নিজেকে ‘নবি’ দাবি করেন, ১৩২ বার যৌন নিপীড়ন করেছেন কিশোরীকে
স্টাফ রিপোর্টার মোঃ ফরিদ
  • আপডেট করা হয়েছে : ০১-০১-২০২২
নিজেকে ‘নবি’ দাবি করেন, ১৩২ বার যৌন নিপীড়ন করেছেন কিশোরীকে


১৪ বছর আটকে রেখে এক কিশোরীকে যৌন নিপীড়ন করার দায়ে এক ডাচ ধর্মগুরুকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে জার্মানিতে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।

প্রতিবেদনে বলা হয়, ওই ধর্মগুরুকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন জার্মানির একটি আদালত। ৫৯ বছর বয়সী কারাদণ্ডপ্রাপ্ত স্বঘোষিক ওই ধর্মগুরুর নাম রবার্ট বি।

তার বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এক নারীকে আটকে রেখে তার ওপর অন্তত ১৩২ বার যৌন নিপীড়ন চালিয়েছেন রবার্ট বি। নেদারল্যান্ডসের সীমান্ত সংলগ্ন ক্লেভ শহরের আদালত রবার্ট বি-কে ৫ বছরের কারাদণ্ড দেন।

২০২০ সালে নেদারল্যান্ডস সংলগ্ন আরেক শহর গখ-এ অভিযান চালিয়ে ১৪ বছর যৌন নিপীড়নের শিকার হওয়া ওই নারীকে উদ্ধার করে জার্মান পুলিশ। এক উপাসনালয়ে আটক অবস্থায় উদ্ধার করা হয় তাকে। সেই অভিযানেই কথিত ধর্মগুরুকে গ্রেফতার করা হয়। তার ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস' ধর্মের ৫৪ জন অনুসারীও তখন সেই উপাসনালয়ে উপস্থিত ছিলেন। ৫৪ জন অনুসারীর মধ্যে ১০ জনই শিশু।

জানা গেছে, রবার্ট বি কথিত ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস'-এর সব অনুসারীর কাছে নিজেকে ‘নবি’ বলে দাবি করতেন।

এদিকে, যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন রবার্ট বি। তার দাবি, ভুক্তভোগী নারী ঈশ্বরের দর্শন পেয়েছিলেন এবং সে-কারণে স্বেচ্ছায়ই তিনি নির্জনতাকে বরণ করেছিলেন।

শেয়ার করুন