২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ১০:২৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


স্বতন্ত্র প্রার্থী টিটুর সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা সরকারের সুষ্ঠু নির্বাচন দাবি
রিপোর্টার - শামীম আহমেদ
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২১
স্বতন্ত্র প্রার্থী টিটুর সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা সরকারের সুষ্ঠু নির্বাচন দাবি


চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দাবিতে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হোসেন টিটু সরকারের কাছে আবেদন জানান , রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন । একই দাবিতে তিনি আজ শনিবার দুপুরে সংবাদিকদের বলেন সুষ্ঠু নির্বাচনের আয়োজনে অস্ত্রধারী সন্ত্রাসী ও বহিরাগতদের নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। মোজাম্মেল হোসেন টিটু বলেন,১৩ নং হানারচর ইউনিয়ন নির্বাচনের আগে ভোটারদের ভয়ভীতি দেখাতে এবং কেন্দ্র দখল করতে পায়তারা চালিয়ে যাচ্ছে বহিরাগত শত শত অস্ত্রধারী সন্ত্রাসী আনার প্রস্তুতি নিয়েছেন। ইতিমধ্যে ভোট ডাকাতি ও কেন্দ্র দখলের জন্য এক বিশাল ষড়যন্ত্র চলছে মোজাম্মেল হোসেন টিটু আরও বলেন, ভোটের দিন অনেক সন্ত্রাসীকেও সাংবাদিকদের পর্যবেক্ষণের কার্ড দিয়ে নৌকার প্রার্থী কেন্দ্র দখলসহ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করবেন। তিনি প্রশাসনের প্রতি ভোটারদের কেন্দ্রে আসার নিশ্চয়তা, নিজের ও পরিবারের নিরাপত্তা, নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টিসহ সংঘাতবিহীন একটি নির্বাচন আয়োজনের দাবি জানান। ১১ নভেম্বর চাঁদপুর সদর ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে স্বতন্ত্র পদপ্রার্থী মোজাম্মেল হোসেন টিটু আরও বলেন, তাঁর লোকজন এখন পর্যন্ত আগ বাড়িয়ে কোনো কিছুই করেননি। নির্বাচনে তাঁর পক্ষে আনারস মার্কার ভোট দিবেন তিনি আশাবাদী। তিনি কোনো বহিরাগত সন্ত্রাসী এবং কাউকে কেন্দ্র দখলের দায়িত্ব দেননি। তিনি সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করছেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন । এ বিষয়ে ভোট নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণ হতে হবে। কোনো রকমের অনিয়ম সহ্য করা হবে না। সুষ্ঠুভাবে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের শতভাগ নিশ্চিত করবেন নির্বাচন কমিশনের আশাবাদ ব্যক্ত করছি । স্থানীয় ভোটাররা বলেন দল-মত-নির্বিশেষে আমরা সবাই মিলে আনারস মার্কায় মোজাম্মেল হোসেন টিটু ভাইকে ভোট দিবো আমরা তাকে আমাদের ইউনিয়ন পরিষদের অভিভাবক হিসেবে চাই আমাদেরকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছেন সরকার দলীয় প্রার্থীরা তারপরও দল-মত-নির্বিশেষে আমরা একজন ভালো প্রার্থীকেই ভোট দিবো সেজন্য ১৩ নং হানারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে আমরা সবাই মোজাম্মেল হোসেন টিটু ভাইকে চাই

শেয়ার করুন