২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৩:৪০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


শিরোপা জয় তো দূরের কথা, সেমিতেই উঠতে পারবে না পাকিস্তান'
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৮-১০-২০২১
শিরোপা জয় তো দূরের কথা, সেমিতেই উঠতে পারবে না পাকিস্তান'


নিজ দেশের দলের বিপক্ষেই নেতিবাচক মন্তব্য করলেন সাবেক ক্রিকেটার জালালুদ্দিন। পাকিস্তানের বিশ্বকাপ জেতার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। শিরোপা জেতার ফেভারিট দলের তালিকায়ও পাকিস্তান নেই বলে মন্তব্য তার। ক্রিকেটে প্রথম হ্যাটট্রিকের মালিক তিনি। আর এই তারকার কথাতেই নিরাশ হতে পারেন বাবর আজম-শাহিন আফ্রিদিরা।

জালালুদ্দিনের মতে, শিরোপা জয় তো দূরের কথা, প্রতিপক্ষরা কোনো ভুল না করলে সেমিফাইনালেই উঠতে পারবে না পাকিস্তান। 

পাক দল বিপক্ষে এমন নেতিবাচক বক্তব্য কেন দিলেন সেই ব্যাখ্যা অবশ্য দিয়েছেন জালালুদ্দিন।

দ্যা নিউজের সঙ্গে আলাপকালে এ সাবেক তারকা বলেন, সব দল যেখানে শেষ সময়ে নিজেদের দল গোছাতে ব্যস্ত ছিল, তখন পাকিস্তান ব্যস্ত ছিল পুরো দল পরিবর্তনে। হেড কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ এমনকি তাদের সহকারী কোচকে পর্যন্ত পরিবর্তন করা হয়, যখন বিশ্বকাপের বাকি আর মাত্র একমাস। এতে নাকি ভালো প্রস্তুতি নিয়ে দল বিশ্বকাপে আসরে যেতে পারেনি বলে দাবি তার।

জালালুদ্দিন বলেন, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনো বিভাগেই আমাদের এবার শক্তিশালী দলের সঙ্গে লড়াই করার ক্ষমতা নেই। তা ছাড়া এবারের আসরের শিরোপা জেতার ফেভারিট দলের তালিকায়ও আমরা নেই।’

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে দলের চার পরিবর্তন নিয়েও বিরক্ত জালালুদ্দিন। বিষয়টি লজ্জার বলে মনে করেন তিনি। 

প্রচণ্ড বিরক্ত কণ্ঠে জালাল বলেন, ‘সবাই দেখেছে গত কয়েক ম্যাচে আমরা কেমন খেলেছি এবং আমাদের ক্রিকেট প্রশাসন কী পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এটা খেলোয়াড়দের জন্য লজ্জাদায়ক। এত বড় প্রতিযোগিতার আগে এমন পরিস্থিতি তৈরি করা কোনো দল কিছুই জিততে পারে না।’

শেয়ার করুন