শিরোপা জয় তো দূরের কথা, সেমিতেই উঠতে পারবে না পাকিস্তান'


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-10-2021

শিরোপা জয় তো দূরের কথা, সেমিতেই উঠতে পারবে না পাকিস্তান'

নিজ দেশের দলের বিপক্ষেই নেতিবাচক মন্তব্য করলেন সাবেক ক্রিকেটার জালালুদ্দিন। পাকিস্তানের বিশ্বকাপ জেতার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। শিরোপা জেতার ফেভারিট দলের তালিকায়ও পাকিস্তান নেই বলে মন্তব্য তার। ক্রিকেটে প্রথম হ্যাটট্রিকের মালিক তিনি। আর এই তারকার কথাতেই নিরাশ হতে পারেন বাবর আজম-শাহিন আফ্রিদিরা।

জালালুদ্দিনের মতে, শিরোপা জয় তো দূরের কথা, প্রতিপক্ষরা কোনো ভুল না করলে সেমিফাইনালেই উঠতে পারবে না পাকিস্তান। 

পাক দল বিপক্ষে এমন নেতিবাচক বক্তব্য কেন দিলেন সেই ব্যাখ্যা অবশ্য দিয়েছেন জালালুদ্দিন।

দ্যা নিউজের সঙ্গে আলাপকালে এ সাবেক তারকা বলেন, সব দল যেখানে শেষ সময়ে নিজেদের দল গোছাতে ব্যস্ত ছিল, তখন পাকিস্তান ব্যস্ত ছিল পুরো দল পরিবর্তনে। হেড কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ এমনকি তাদের সহকারী কোচকে পর্যন্ত পরিবর্তন করা হয়, যখন বিশ্বকাপের বাকি আর মাত্র একমাস। এতে নাকি ভালো প্রস্তুতি নিয়ে দল বিশ্বকাপে আসরে যেতে পারেনি বলে দাবি তার।

জালালুদ্দিন বলেন, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনো বিভাগেই আমাদের এবার শক্তিশালী দলের সঙ্গে লড়াই করার ক্ষমতা নেই। তা ছাড়া এবারের আসরের শিরোপা জেতার ফেভারিট দলের তালিকায়ও আমরা নেই।’

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে দলের চার পরিবর্তন নিয়েও বিরক্ত জালালুদ্দিন। বিষয়টি লজ্জার বলে মনে করেন তিনি। 

প্রচণ্ড বিরক্ত কণ্ঠে জালাল বলেন, ‘সবাই দেখেছে গত কয়েক ম্যাচে আমরা কেমন খেলেছি এবং আমাদের ক্রিকেট প্রশাসন কী পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এটা খেলোয়াড়দের জন্য লজ্জাদায়ক। এত বড় প্রতিযোগিতার আগে এমন পরিস্থিতি তৈরি করা কোনো দল কিছুই জিততে পারে না।’


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা