২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৬:০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


যশোরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৩-১০-২০২১
যশোরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ


যশোরে শিরিন বেগম নামে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী জুয়েল সরদার পলাতক রয়েছেন। জুয়েল সরদারের পরিবার থেকে দাবি করা হচ্ছে, শিরিন বেগম নিজেই শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেছেন। দুই পক্ষের বক্তব্য খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ওসি।

এলাকাবাসী জানায়, যশোর সদর উপজেলার আরবপুর মাঠপাড়া এাকার বাসিন্দা জুয়েল সরদার প্রথম স্ত্রী পলি খাতুনের মৃত্যুর পলি খাতুনের ফুফাতো বোন শিরিনকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের বনিবনা হচ্ছিল না। তুচ্ছ কারণে তাদের মধ্যে গোলযোগ লেগেই থাকতো। শিরিনের বাবা খলিলুর রহমান বলেন, মঙ্গলবার দুপুরে শিরিনের গায়ে পেট্রোল ঢেলে আগুন দেন তার স্বামীজুয়েল সরদার। এসময় শিরিনের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে তাদের সহযোগীতায় শিরিনকে হাসপাতালে ভর্তি করেন জুয়েল। সেখানে অবস্থার অবনতি হলে দুপুরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান শিরিন।

তবে অভিযুক্ত জুয়েলের মা আমেনা বেগম দাবি করেছেন, শিরিন নিজেই গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শেখ তাসমীম আলম বলেন, দুই পক্ষের বক্তব্য খতিয়ে দেখে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

অভিযুক্ত জুয়েল সরদার যশোর শহরের একটি পেট্রোল পাম্পের কর্মচারী। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। 

শেয়ার করুন