২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৪:০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসে প্রথম সেঞ্চুরি করলেন গাইবান্ধা মেয়ে শারমিন
বিশেষ প্রতিনিধি নাহিদা আক্তার পপি
  • আপডেট করা হয়েছে : ২৪-১১-২০২১
বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসে প্রথম সেঞ্চুরি করলেন গাইবান্ধা মেয়ে শারমিন


বিশ্বকাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপে বাংলাদেশ আজ মঙ্গলবার (২৩-ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলছেন।বিশ্বকাপ বাছাইয়ে এ ম্যাচে নতুন ইতিহাস গড়লেন গাইবান্ধার মেয়ে শারমিন আক্তার সুপ্তা। নারীদের আন্তর্জাতিক ক্রিকেটের এ বাছাই পর্বে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন সুপ্তা।ওপেনিংয়ে নেমে সুপ্তার ব্যাটে চার ছক্কার ঝড়ে তুলে নেন নিজের ও বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি। এ ম্যাচের ১১৮তম বলে গিয়ে নিজের শতক পূরণ করেছেন সুপ্তা। একইসাথে রচিত করেন নতুন ইতিহাস।এ সেঞ্চুরি পূরণ করতে তিনি হাঁকান ৯টি চার। বাংলাদেশের মেয়েদের ক্রিকেট ইতিহাসে এই প্রথম কেউ সেঞ্চুরি করলেন, যিনি হলেন শারমিন। শারমিনের এই সেঞ্চুরিতে বাংলাদেশ আমেরিকাকে ৩২৩ রানের টার্গেট দিয়েছে। সেঞ্চুরি হাঁকানো সুপ্তার পরিচয় গাইবান্ধার ডাক এর পূর্ব প্রচারিত প্রতিবেদন আজ কিছু অংশ তুলে ধরা হল- শারমিন আক্তার সুপ্তা পড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগে। সে শুরু থেকেই জাতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলছে। ডান হাতি ব্যাট করা এ খেলোয়ারের ২০ বছর বয়সেই রয়েছে অনেক কীর্তি। খেলেছিল টি-টোয়েন্টি ২০১৬ বিশ্বকাপে। ছোট বেলা থেকেই সুপ্তা যেমন খেলাধুলায় হয়েছেন চ্যাম্পিয়ন, তেমনি পাশাপাশি পড়াশুনাও চালিয়েছেন সমানতালে। গাইবান্ধা জেলা সদরের রামচন্দ্রপুর ইউনিয়নের মৃত আব্দুস সালামের কন্যা (জন্ম ২৯ ডিসেম্বর ১৯৯৫) অজপাড়াগায়ে বেড়ে উঠা সুপ্তা ছোট বেলা থেকেই ছিলেন চঞ্চল প্রকৃতির। ২০০৬ সালে প্রাইমারির গন্ডি পেরিয়ে ভর্তি হন উচ্চ মাধ্যমিকে। স্কুলে একবার ব্যাডমিন্টন খেলার আয়োজন হয়।সেখানেই চ্যাম্পিয়ন হয়েই মূলত খেলাধুলায় নিয়মিত হন তিনি। জানা যায়,বাবলু নামের এক স্থানীয় একজন কোচের সাথে পরিচয় হয় তার। তিনিই তাকে ক্রিকেট খেলার কথা বলেন। যিনি তাকে বলেন বিকেএসপির কথা, যেখানে পড়াশুনার পাশাপাশি খেলাধুলাও করা যায়। কিন্তু অনেক কষ্টে একজন মেয়ে হয়ে প্রথমে বাবাকে রাজি করিয়েছেন,কিন্তু মাকে রাজি করানো যায়নি। তবে পরে সবাইকে অবশেষে রাজি করিয়ে ২০০৮ সালের ১৭ এপ্রিল ভর্তি হন বিকেএসপিতে। প্রথমদিকে মা বাবাকে ছেড়ে ভাল লাগত না তার। কিন্তু মাকে তো আর বলা যায় না। বললেই তো বাধ্য হয়ে বাড়ি যেতে হবে। তখন নিজেকে তিনি মানিয়ে নিয়েছেন সবার মাঝে। আনুষ্ঠানিকভাবে প্রথম খেলেন প্রিমিয়ার লীগে। সেখান থেকেই ভালো পারফরমেন্স করে ২০১১ সালে সবচেয়ে কমবয়সী হিসেবে চান্স পান জাতীয় দলে। ওডিয়াই স্ট্যাটাস পাওয়ার পর প্রথম ম্যাচ হয় আয়ারল্যান্ড এর সাথে। প্রথম আন্তর্জাতিক ম্যাচে তিনি করেন ৫৩ রান। মহিলা দলের প্রথম অর্ধশত রানকারী হিসেবে তার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়। ২০১৩ বিকেএসপির সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। এর পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সুপ্তা বর্তমানে সময়ে খেলেছেন জাতীয় দলের হয়ে।জাতীয় দলের হয়ে খেলতে নেমে আমেরিকার বিপক্ষে খেলে আজকে বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসে সেঞ্চুরি এনে দিলেন গাইবান্ধার মেয়ে শারমিন আক্তার সুপ্তা।

শেয়ার করুন