২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০২:১৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যানবাহন চলাচল বন্ধ
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-১০-২০২১
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যানবাহন চলাচল বন্ধ


গাজীপুর মহানগরীর বাসন সড়ক ও ভোগড়া এলাকায় দু’টি পোশাক কারখানা লে-অফ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা।

কারখানার শ্রমিকরা জানায়, শনিবার রাত পর্যন্ত কাজ শেষ করে সকলেই বাসায় ফিরে যান। রবিবার সকাল আটটার দিকে কারখানার সামনে আসলে প্রধান ফটকে লিগ্যাল নোটিশ দেখতে পান। এতে কারখানা সহস্রাধিক শ্রমিক উত্তেজিত ও বিক্ষুব্ধ হয়ে উঠে। শ্রমিকরা জানায় তাদের কিছু না জানিয়েই কর্তৃপক্ষ কারখানাটি লে-অফ ঘোষণা করে। আজ তাদের গত সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের কথা ছিল।

এদিকে ভোগড়া এলাকায় একই মালিকানাধীন অপর একটি কারখানার শ্রমিকরাও তাদের কারখানার প্রধান ফটকের কারখানা লে-অফ ঘোষণা নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ সড়ক অবরোধ করে রাখে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, কারখানা কর্তৃপক্ষ এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে কারখানা কর্তৃপক্ষ তাদের লে অফ নোটিশে উল্লেখ করেছে করোনা মহামারীর কারণে তাদের কারখানা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কারখানাটি চালানোর জন্য তাদের সামর্থ্য নেই, তাই আইন মোতাবেক কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন