২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১০:৫১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ১৩ জুয়াড়ি আটক।
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-১০-২০২১
দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ১৩ জুয়াড়ি আটক। স্টাফ রিপোর্টার সিলেটঃ সিলেটের দক্ষিণ সুরমা


উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দক্ষিণ সুরমা থানার এসআই (নি.) স্নেহাশীষ পৈত্যের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় লাউয়াই বনলতা এলাকায় জুয়া খেলার জমায়েত থেকে তাদের আটক করে। আটক ১৩ জুয়াড়ি হলো-নবীগঞ্জ উপজেলার খালিয়াভাঙ্গা গ্রামের গৌরাঙ্গ রায়ের ছেলে পঙ্কজ রায় (৩২), দক্ষিণ সুরমার লালাবাজার এলাকাধীন হিলু রাজীবাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে জুয়েল আহমদ অপু (২৪), জকিগঞ্জের বাইশাল গ্রামের হারিছ আলীর ছেলে নাছিম আহমদ (১৯), গাজীপুরের জয়দেবপুর থানাধীন পশ্চিম মারিয়ালী গ্রামের মৃত রইছ মিয়ার ছেলে আকাশ মিয়া (৩২) কুমিল্লার লাকসাম উপজেলাধীন রশিদপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রিপন হোসেন (৩০) দোয়ারাবাজার উপজেলার দৌলিয়া নোয়াপাড়া গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে আলমগীর হোসেন (৩৪), মোগলাবাজার থানাধীন জালালপুর গ্রামের জহির আলীর ছেলে আব্দুল করিম (৩০) নবীগঞ্জের মাওনপুর গ্রামের মৃত বুলু মিয়ার ছেলে মো. লেবু (২৫), নাটোর গুরুদাশপুর উপজেলার তালবাড়িয়া গ্রামের বাসা সুদার ছেলে শফিকুল (৩৪) শেরপুর সদর উপজেলার গিতা নারাইনপুর গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে সফিক মোল্লা (২৯) ব্রাক্ষণবাড়ীয়ার নবীনগর উপজেলাধীন কৃষ্ণনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. লোকমান মিয়া (৩২), একই উপজেলার গোপালপুর গ্রামের শাহ আলম মিয়ার ছেলে খায়রুল ইসলাম (২৩) ও লক্ষীপুর জেলার কমলনগর উপজেলাধীন চর জগবন্ধু গ্রামের মাহফুজুল হকের ছেলে কামাল হোসেন (৩৫)। আটক সকল জুয়াড়িকে বুধবার বিধিমোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার।

শেয়ার করুন