দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ১৩ জুয়াড়ি আটক।


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-10-2021

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ১৩ জুয়াড়ি আটক।

উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দক্ষিণ সুরমা থানার এসআই (নি.) স্নেহাশীষ পৈত্যের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় লাউয়াই বনলতা এলাকায় জুয়া খেলার জমায়েত থেকে তাদের আটক করে। আটক ১৩ জুয়াড়ি হলো-নবীগঞ্জ উপজেলার খালিয়াভাঙ্গা গ্রামের গৌরাঙ্গ রায়ের ছেলে পঙ্কজ রায় (৩২), দক্ষিণ সুরমার লালাবাজার এলাকাধীন হিলু রাজীবাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে জুয়েল আহমদ অপু (২৪), জকিগঞ্জের বাইশাল গ্রামের হারিছ আলীর ছেলে নাছিম আহমদ (১৯), গাজীপুরের জয়দেবপুর থানাধীন পশ্চিম মারিয়ালী গ্রামের মৃত রইছ মিয়ার ছেলে আকাশ মিয়া (৩২) কুমিল্লার লাকসাম উপজেলাধীন রশিদপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রিপন হোসেন (৩০) দোয়ারাবাজার উপজেলার দৌলিয়া নোয়াপাড়া গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে আলমগীর হোসেন (৩৪), মোগলাবাজার থানাধীন জালালপুর গ্রামের জহির আলীর ছেলে আব্দুল করিম (৩০) নবীগঞ্জের মাওনপুর গ্রামের মৃত বুলু মিয়ার ছেলে মো. লেবু (২৫), নাটোর গুরুদাশপুর উপজেলার তালবাড়িয়া গ্রামের বাসা সুদার ছেলে শফিকুল (৩৪) শেরপুর সদর উপজেলার গিতা নারাইনপুর গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে সফিক মোল্লা (২৯) ব্রাক্ষণবাড়ীয়ার নবীনগর উপজেলাধীন কৃষ্ণনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. লোকমান মিয়া (৩২), একই উপজেলার গোপালপুর গ্রামের শাহ আলম মিয়ার ছেলে খায়রুল ইসলাম (২৩) ও লক্ষীপুর জেলার কমলনগর উপজেলাধীন চর জগবন্ধু গ্রামের মাহফুজুল হকের ছেলে কামাল হোসেন (৩৫)। আটক সকল জুয়াড়িকে বুধবার বিধিমোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা