সাভারের আশুলিয়ায় যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম মো. রমজান মিয়া (১৯)। সে নরসিংদী জেলার রায়পুর থানার মির্জানগর গ্রামের চাঁন মিয়ার ছেলে। নিহত রমজান মিয়া আশুলিয়ার জামগড়া মোল্লাবাজার এলাকার রফিকের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি ফার্নিচারের দোকানে কাজ করতো।
শুক্রবার (১ অক্টোবর) সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে আশুলিয়ার জামগড়া এলাকার পলমল নামক তৈরি পোশাক কারখানার সামনে থেকে রমজানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের খালা বাদি হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নিহতের খালাতো ভাই মো. শিপন জানান, বৃহস্পতিবার রাতে রমজান ফার্নিচারের দোকানে কাজ শেষে রাশেদ, ইয়ামিন ও সাগরের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাশেদ, ইয়ামিন ও সাগরের কাছে রমজানের বিষয়ে জিজ্ঞাসা করলে তারা জানায় নির্দিষ্ট রাস্তা যাওয়ার পর সবাই যার যার বাড়িতে চলে গিয়েছিল। কিন্তু রমজান রাতে বাড়িতে ফেরেনি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম জানান, নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত পূর্বক হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।