২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৪:০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর খুন
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ৩০-০৯-২০২১
রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর খুন


রাজধানীর কামরাঙ্গীচর এলাকার পূর্ব রসুলপুরে ছুরিকাঘাতে রিপন (১৬) নামে এক কিশোরকে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরেক কিশোর শাওন (১৪) পলাতক রয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করে।

নিহত রিপনের ভাই সুজন বলেন, আমার ভাই কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর গলির এলাকায় কাপড়ের দোকানের কাজ করে। দোকান থেকে বাসায় ফেরার পথে শাওন আমার ভাইয়ের মোবাইল চায়। সে মোবাইল দেয়নি। পরে আমার তার সঙ্গে রিপনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাওন ছুরি দিয়ে রিপনের পেটে ও বুকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যায়। খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। কিন্তু ভাইকে বাঁচাতে পারলাম না।

নিহত রিপনের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায় পালেরচর গ্রামের, মৃত আলম শরীফের ছেলে। সে পরিবারের সঙ্গে কামরাঙ্গীচরের কুড়ারঘাট এলাকায় থাকতো।ঘটনা নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, কামরাঙ্গীরচর থেকে ছুরিকাঘাতে আহত এক কিশোরকে ঢাকা মেডিকেলে আনা হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই জানান, শাওন নামে এক কিশোর তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন