২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১১:২৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


দিনাজপুরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবারও ফিরে পেয়েছে প্রাণ
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৪-০৯-২০২১
দিনাজপুরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবারও ফিরে পেয়েছে প্রাণ


দীর্ঘ দেড় বছর পর দিনাজপুরের কলেজ ক্যাম্পাসগুলো আবারো প্রাণ ফিরে পেয়েছে। ক্লাস, আড্ডা, বন্ধু-বান্ধবীদের হই-হুল্লোড়ে যেন প্রাণ ফিরেছে কলেজ ক্যাম্পাসে। আবেগে আপ্লুত সবাই। মুঠোফোনে প্রিয় বান্ধবীদের সঙ্গে হাজারো কথা হলেও সামনাসামনি দেখার অনুভূতিই ছিল অন্য রকম।

আর তাই কথা যেন ফুরাতেই চাইছে না। দীর্ঘ দেড় বছরের জমে থাকা কথার ফুলঝুড়ি যেন ঝরছিল সবারই মুখে। কুশল বিনিময় আর আড্ডার ফাঁকে চলছিল মুঠোফোনে সেলফি। এমনি এক দৃশ্য দিনাজপুর সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন কলেজ ক্যাম্পাসে।

সরকারি মহিলা কলেজের নাজনীনসহ প্রথম বর্ষের শিক্ষার্থীরা জানান, আমরা করোনার কারণে কলেজ ক্যাম্পাসে একদিনও ক্লাশসহ বন্ধুদের সাথে দেখা করতে পারিনি। কলেজে পড়লেও মনে হতো স্কুলেই আছি। কলেজ খোলার পর মনে হচ্ছে আমরা কলেজে পড়ি। খুব ভাল লাগছে।

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তৃতীয় দিন মঙ্গলবার দিনাজপুর সরকারি মহিলা কলেজে দেখা যায়, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. ছাইয়েদুল হক স্বাস্থ্যবিধি শতভাগ নিশ্চিত রাখতে প্রতিটি ক্লাস রুম ও কলেজ ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখছেন।

এসময় লক্ষ করা যায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মুখে আনন্দের ছাপ। দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর থেকে খুলেছে কলেজ। প্রথম দিন থেকেই সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনেই কলেজ ক্যাম্পাসে আসেন শিক্ষার্থীরা। ক্লাসের পাশাপাশি শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মেতে ওঠেন আড্ডা ও খোশ গল্পে।

দিনাজপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত প্রফেসর মো. ছাইয়েদুল হক জানান, সরকার যেভাবে নির্দেশনা দিয়েছেন, ঠিক সেই ভাবেই দিনাজপুর সরকারি মহিলা কলেজে স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে প্রবেশ ও শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শেয়ার করুন