২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৯:৩৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


শত শত বছর ধরে বিশ্বের বিভিন্ন স্থানে অবসর কাটানোর অনুষঙ্গ হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে পিকনিক৷
রিপোর্টারঃ মাহমুদুল হাসান জসিম
  • আপডেট করা হয়েছে : ১২-০৯-২০২১
শত শত বছর ধরে বিশ্বের বিভিন্ন স্থানে অবসর কাটানোর অনুষঙ্গ হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে পিকনিক৷


সময়ের সাথে সাথে পিকনিক বা বনভোজনে কী কী পরিবর্তন বা বৈচিত্র এসেছে বা সাংস্কৃতিক পরিবর্তন হয়েছে, তার ইতিহাস ২০১৭ সালে ফ্রাঙ্কফুর্ট জাদুঘর আয়োজিত ‘পিকনিক টাইম’ প্রদর্শনীতে তুলে ধরা হয়েছিল৷ প্রদর্শনীতে বিভিন্ন সময়ে পিকনিকে ব্যবহৃত এক হাজারেরও বেশি বস্তু উপস্থাপন করা হয়৷ এই ছবিটি এদ্যুঁয়ার্দ মানে’র বিখ্যাত চিত্রকর্ম, যেখানে ১৯ শতকের পিকনিক দেখানো হচ্ছে৷ তেমনি রাজধানী বাড্ডায় পূর্বাচল মানব কল্যান যুব সংঘের উদ্দ্যোগে আজ রবিবার এক মনোরম সুন্দর পরিবেশে পিকনিকের আয়োজন করা হয়েছে। ঢাকা শহরের কাছেই কালিগন্জ থানার বক্তারপুর ইউনিয়ন আলাউদ্দিন বাজারের নাগদাল খালের পাড়ে রবিবার দুপুরে পিকনিকের আসর বসান পূর্বাচল মানব কল্যান যুব সংগঠন। শহরের কাছাকাছি এই পিকনিক স্পটে ভিড় করেন পিকনিকের আরও অনেকগুলি দল। কিন্তু, পিকনিকের পর এলাকার পরিবেশ যাতে নোংরা বা দূষিত না হয়, সেজন্য অভিনব ভাবনা কাজে লাগান রতন,রেজা,মামুন,আলোমগির,শামিম ও অনেকে। কিন্তু কেন এমন অভিনব ভাবনা? ওই যুবকদের কথায়, আলাউদ্দিন বাজারের কমবেশী সমস্ত পিকনিক স্পটেই এই মরশুমে দেখা যায় প্যালাষ্টিকের থালা, বাটি, গ্লাস সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। পিকনিক স্পট নদীর পাড়ে হওয়ায় প্রথম থেকে তাঁদের নজরে ছিল পরিবেশ ভাবনা। তাই তারা এক ভিন্ন পরিবেশে পিকনিকের আয়োজন করেন। এদিন পূর্বাচল মানব কল্যাণ যুব সংগঠনের পরিবেশ বান্ধব পিকনিক দেখতে ভিড় করেন আশেপাশের অন্যান্য পিকনিক পার্টির লোকজনও। তাঁরাও উদ্যোগকে স্বাগত জানান। এমন পিকনিকে খুশী পরিবেশ প্রেমীরাও। দূষণ নিয়ন্ত্রণ প্রতিরোধ পূর্বাচল মানব কল্যান যুব সংঘের কমিটির সভাপতি রতন বলেন, প্রশাসন প্রচার চালালেও অনেকেই পরিবেশ নিয়ে মাথা ঘামান না। এ নিয়ে সচেতনতার অভাব রয়েছে। কিন্তু, এই যুবকদের দল যে দিশা দেখিয়েছেন তা উদাহরন স্বরূপ। এভাবে অন্যরা এগিয়ে এলে পিকনিক স্পট গুলিতে পরিবেশ রক্ষা অনেক সহজ হবে। গাজিপুর রাজবাড়ির মাঠ থেকে সি,এন,জি যোগে আওড়াখালি বাজার। সেখান থেকে ১০ টাকা রিক্সা ভাড়া আলাউদ্দি বাজরের নাগদাল এলাকায় পিকনিক স্পট । ভাড়া রিক্সা জনপ্রতি ৫৫ টাকা ও সি,এন,জি জনপ্রতি ৩০ টাকা। বাঙালীর জীবনে বনভোজন এখন আর শীত মৌসুমের নয়। প্রীতি উৎসবে পরিণত হয়ে গেছে সকল বর্ষা ও শীতকালীন মাসে। সঙ্গে যোগ হয়েছে বিচিত্র অনুষঙ্গ। দর্শনীয় স্থান পর্যটন এলাকা, কিংবা নিসর্গের কোন স্থানে দলবল নিয়ে ভ্রমণে গিয়ে একদিন বা কয়েক দিন অবস্থান পিকনিকে প্রতিপদ আমেজ পেয়েছে। কখনও সবাই মিলে পিকনিকের স্থান নির্ধারণ করা হয়। এমন প্রীতির সম্মিলনে অনেকের ডেটিং পর্ব, প্রণয় পর্ব চলে। বিবাহিতরা ফিরে পায় তারুণ্যের রোমান্টিসিজমের দিন। আর অবিহিতর তো কোনো কথাই নেই। এ বিষয়ে বেরুয়া সরকারি বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব মুনতাহার জানান,পিকনিক মানেই আনন্দ উল্লাস আর আনন্দের মুহূর্তগুলো সবার সাথে ভাগাভাগি করে নেওয়া। কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা অবসর, আনন্দে মেতে উঠা। এক প্রজন্ম পিকনিকের আনন্দে মাতে ৷ আরেক প্রজন্ম পিকনিকের স্মৃতি রোমন্থন করে৷ পিকনিক মানে প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলন! "আমি মনে করি,বছরে একবার এমন জায়গায় ভ্রমন করা উচিত যেখানে আপনি আগে কখনোই যাননি"।

শেয়ার করুন