২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৯:৪৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


আগামী ২০ সেপ্টেম্বর ভাঙ্গা পৌর নির্বাচন
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-০৯-২০২১
আগামী ২০ সেপ্টেম্বর ভাঙ্গা পৌর নির্বাচন


দুই দফা স্থগিতের পর আগামী ২০ সেপ্টেম্বর ভাঙ্গা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল শুক্রবার থেকে পুনরায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। এ নির্বাচনে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩ ওয়ার্ডে ১০ জন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র ও ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি এ এফ এমডি রেজা (নৌকা প্রতীক), ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ভাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান (হাত পাখা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী ইসমাইল মুন্সী (নারিকেল গাছ প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে ৩ জন, ২ নং ওয়ার্ডে ৪ জন, ৩ নং ওয়ার্ডে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে ২ জন, ২নং ওয়ার্ডে ২ জন, ৩নং ওয়ার্ডে ৫ জন, ৪নং ওয়ার্ডে ১০ জন, ৫নং ওয়ার্ডে ২ জন, ৬নং ওয়ার্ডে ৩ জন, ৭নং ওয়াের্ডে ৪ জন, ৮নং ওয়ার্ডে ২ জন, ৯নং ওয়ার্ডে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

প্রার্থী তালিকা পর্যালোচনা করে দেখা যায়, এ নির্বাচনে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ২৫ জন প্রার্থী এবারই প্রথম নির্বাচনে অংশ নিয়েছেন। বাকী ২১ জনের অতীতে নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে। গত ১৮ মার্চ ছিল এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। 

উল্লেখ্য, ১৯৯৭ সালের ১ মার্চ ভাঙ্গা, হামিরদী, আলগী ইউনিয়নের অংশবিশেষ নিয়ে ভাঙ্গা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ৮.৫ বর্গ কিলোমিটারের এ পৌরসভায় বর্তমান ২৭টি মহল্লায় ২৮০৮৩ জন পুরুষ, ২৫২৩৮ জন নারী জনসংখ্যা রয়েছে। প্রতিষ্ঠার পর এর আগে তিনবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

এ নির্বাচনে মোট ভোটার ২৬,৮৮২। এর মধ্যে পুরুষ ভোটার ১৩৪৩৫, নারী ভোটার ১৩৪৪৬ ও তৃতীয় লিঙ্গ (হিজরা) ভোটার ১ জন। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন ও সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ভাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলম। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা মনজুরুল আলম বলেন, করোনা মহামারির কারণে এ নির্বাচন দুই দফা পিছিয়ে ছিলো। আগামী ২০ সেপ্টেম্বর ইভিএম পদ্ধতিতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ৯টি ওয়ার্ডের ১৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।    

শেয়ার করুন