২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৯:১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


রাজধানীতে হাসপাতালের ৬ তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৩-০৮-২০২১
রাজধানীতে হাসপাতালের ৬ তলা থেকে পড়ে রোগীর মৃত্যু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত


রাজধানীর পুরান ঢাকার একটি হাসপাতালের ছয় তলা থেকে পড়ে মো. হাবিবুর রহমান (১৮) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) দিবাগত রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হাবিবুর রহমান। দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতারাজধানীর দক্ষিণ বনশ্রী উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন হাবিবুর। বাবা আলমগীর হোসেন পেশায় রাজমিস্ত্রি। সবুজবাগ থানার বাসাবোর মাদারটেক এলাকায় পরিবারের সঙ্গেই থাকতেন তিনি। তার বড় ভাই মো. সোহাগ জানান, প্রায় এক সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিল হাবিব। চিকিৎসকের পরামর্শে গত মঙ্গলবার তাকে ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। অনেক দুর্বল হয়ে পড়েছিল। শরীর ভাল ছিল না। একা একা যন্ত্রণায় চিৎকার করতো। লের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর সোহাগ ও তার বাবা নামাজ পড়ার জন্য হাবিবকে রেখে মসজিদে যান। এ সময় হাবিব নান রুটি ও মুরগির মাংস খাওয়ার কথা জানায়। বাবা-মাকে বাসায় পাঠিয়ে হাবিবের জন্য খাবার কিনে হাসপাতালে ঢুকতেই নিচে মানুষের জটলা দেখতে পান। ছয় তলায় যেতেই অন্য রোগীর স্বজনরা জানান, হাবিব হাসপাতালের থেকে নিচে পড়ে গেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার ভাই আর নেই।

এ বিষয়ে সুত্রাপুর থানার উপ পরিদর্শক কামরুল হোসেন জানান, মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


শেয়ার করুন