২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০২:৩৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


ফেসবুকে কটূক্তি, সাইবার ট্রাইব্যুনালে যুবকের সাজা
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৪-০৯-২০২১
ফেসবুকে কটূক্তি, সাইবার ট্রাইব্যুনালে যুবকের সাজা


ফেসবুকে গৃহবধূ ও তার বাবাকে নিয়ে কটূক্তি করায় রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতে মুন্সি নজরুল ইসলাম সুজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন। সাইবার অপরাধ আইনের ৫৭ ধারায় সাজা হওয়া মুন্সি নজরুল ইসলাম সুজন বর্তমানে পলাতক। 

বিকালে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসমত আরা বেগম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ মামলার আসামি বর্তমানে পলাতক আছেন। তাই তার অনুপস্থিতেই মঙ্গলবার দুপুরে রায় ঘোষণা করা হয়েছে। এখন তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে।

এর আগে ২০১৫ সালের ৩০ জুন অভিযুক্ত মুন্সি নজরুল ইসলাম সুজন তার একটি ফেক ফেসবুক আইডি থেকে চাঁপাইনবাবগঞ্জের পাঠানপাড়া এলাকার জনৈক মাহফুজুর রহমান রেন্টু এবং তার বিবাহিত মেয়েকে নিয়ে কটূক্তি করেন। সুজন তার আগে রেন্টুর কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। কিন্তু রেন্টু টাকা না দেওয়ায় তার ও তার মেয়ের নামে ফেক ফেসবুক আইডিতে কটূক্তি করেন এবং কুৎসা রটান সুজন। এ ঘটনায় রেন্টু ২০১৫ সালের ৪ জুলাই সাইবার অপরাধ আইনে মামলা দায়ের করেন। ওই মামলাটি পরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে বিচারের জন্য নথিভুক্ত হয়। আদালতে মোট ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।

শেয়ার করুন