<p><br></p>
২২ নভেম্বর ২০২৫, শনিবার, ০৯:২৪:৩২ অপরাহ্ন


বিস্ফোরণে পাকিস্তানে ২ পুলিশ নিহত
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২৫
বিস্ফোরণে পাকিস্তানে ২ পুলিশ নিহত


পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় একটি সাঁজোয়া পুলিশ গাড়ির কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন পুলিশ নিহত হয়েছেন। 

পুলিশ জানিয়েছে, কুলাচির হাতালা এলাকায় এই বিস্ফোরণ ঘটে।

ডিএসপি জানান, ঘটনার পর এলাকাজুড়ে অভিযান চলছে।

এর আগে ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানায়, কুর্রাম জেলায় নিরাপত্তা বাহিনী দুটি অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত লক্ষ্যভিত্তিক অভিযানে গোলাগুলির সময়ে খারিজি গোষ্ঠীর ১২ সদস্য মারা যায়।

অন্যদিকে, পৃথক আরেক অভিযানে আরও ১১ সন্ত্রাসীকে হত্যা করা হয়।


শেয়ার করুন