<p><br></p>
১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ০৭:৩০:০৭ অপরাহ্ন


রাতে নামছে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৫-১১-২০২৫
রাতে নামছে ব্রাজিল


বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে বেগ পেতে না হলেও বাছাইপর্বের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হেরেছে ব্রাজিল। অক্টোবরের প্রীতি ম্যাচে এশিয়া সফরে দক্ষিণ কোরিয়াকে হারালেও জাপানের বিপক্ষে - গোলের লিড নিয়ে হেরেছে - গোলে।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় ব্রাজিল নামবে আফ্রিকার শক্তিশালী দল সেনেগালের বিপক্ষে। লন্ডনের ইমিরেটস স্টেডিয়ামে খেলবে দুই দল। নিজেদের কন্ডিশনের বাইরে খেলে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে আফ্রিকার দলের বিপক্ষে ইউরোপে খেলছে সেলেসাওরা।

এর আগে সেনেগালের বিপক্ষে ২০২৩ সালে লিসবনে প্রীতি ম্যাচ খেলে - গোলে হেরেছিল ব্রাজিল। কার্লো আনচেলত্তির দলের সামনে বলিভিয়া জাপানের বিপক্ষে হারের ধাক্কা সামলে ওঠার লড়াই। তেরেঙ্গানাসদের বিপক্ষে গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচে সেলেসাওদের শুরুর একাদশে ফিরতে পারেন ম্যানসিটি ছেড়ে তুরস্কে যাওয়া গোলরক্ষক এদেরসন মোরালেস। অবশ্য হুগো সৌজাকে গোলবারে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

রক্ষণে লেফট ব্যাকে মোনাকোয় খেলা কায়ো হেনরিক এবার সুযোগ পেতে পারেন। তবে রাইট ব্যাকে এদের মিলিতাওকে পরীক্ষা করে দেখতে পারেন কোচ। সেন্ট্রাল ডিফেন্সে শুরুর একাদশে পিএসজির মার্কুইনোস এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মাঘালহায়েসের থাকার সম্ভাবনা বেশি।

মিডফিল্ডে কাসেমিরো এখনো ব্রাজিলের ভরসার নাম। তার সঙ্গে ব্রুনো গিমারেজকে দেখা যেতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথিউস কুনিয়াকে নাম্বার টেন বা প্লে মেকারের ভূমিকা দেওয়া হতে পারে। রদ্রিগো গোয়েসকে তার সঙ্গে পজিশন অদল-বদল করতে পারেন। ফরোয়ার্ড লাইনে শুরুতে এস্তেভাও উইলিয়াম থাকবেন বলে ইঙ্গিত করেছেন ব্রাজিলের কোচ ডন কার্লো। আক্রমণে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে ভিনিসিয়াস জুনিয়রকে।

শক্তির বিচারে সেনেগাল সহজ প্রতিপক্ষ নয়। দলটির অধিকাংশ ফুটবলার ইউরোপের লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন। সাদিও মানে কিংবা ক্লদিও কাউলিবালি সৌদি লিগে থাকলেও ইউরোপ মাতিয়ে গেছেন। বায়ার্নের স্ট্রাইকার নিকোলাস জ্যাকশন আছেন। ইসমাইল সার, পাপে গুয়েরা ইউরোপের লিগের পরীক্ষিত খেলোয়াড়।

ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ: এদেরসন মোরালেস (ফেনারবাচে), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কুইনোস (পিএসজি), গ্যাব্রিয়েল মাঘালহায়েস (আর্সেনাল), কায়ো হেনরিক (মোনাকো), কাসেমিরো (ম্যানইউ), ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), ম্যাথিউস কুনিয়া (ম্যানইউ), রদ্রিগো রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), এস্তোভাও উইলিয়াম (চেলসি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)

সেনেগালের সম্ভাব্য শুরুর একাদশ: এডওয়ার্ড মেন্ডি (আল আহলি). অ্যালেক্সজান্ডার মেন্ডি (মন্টিপেলিয়ের), ক্লদিও কাউলিবালি (আল হিলাল), মুসা নিয়াখাতে (লিঁও), হাডজি ডিওফ (সাবাস), ইদ্রিসা গুয়ে (এভারটন), পাপে গুয়ে (ভিয়ারিয়াল), মাতার সার (টটেনহ্যাম), ইসমাইল সার (ক্রিস্টাল প্যালেস), নিকোলাস জ্যাকশন (বায়ার্ন মিউনিখ), ইলিম্যান নাদিয়ে (এভারটন)

শেয়ার করুন