<p><br></p>
নওগাঁর ধামইরহাটে হাটনগর ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কার্যক্রমে সভাপতিত্ব করেন চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার আনোয়ার হোসেন,বিশেষ অতিথি উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, বিশেষ অতিথি জয়পুরহাট শহীদ জিয়া কলেজের সহকারি অধ্যাপক (গনিত) মিজানুর রহমান মিজান,বিশেষ অতিথি ব্র্যাক শিক্ষা কর্মস‚চির বগুড়া এরিয়া ম্যানেজার রাজন দাস। প্রাক্তন শিক্ষক রেবেকা সুলতানা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক। বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিনহা আক্তারের সঞ্চালনায় বিদ্যালয়ের পাঠদান ও বিভিন্ন বিষয়ে তুলে ধরেন প্রধান শিক্ষক আরশী মোস্তাকিম
বক্তাগন বর্তমান শিক্ষা ব্যবস্থার পাশাপাশি নিজেদের সন্তানকে নৈতিকতা শিক্ষা ও ক্রীড়া -বিনোদনের সুযোগ দিতে অভিভাবকদের প্রতি আহবান জানান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।