<p><br></p>
১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ০৭:৫০:৪৭ অপরাহ্ন


কেন্দ্রীয় চুক্তিতে ৫১ ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৩-১১-২০২৫
কেন্দ্রীয় চুক্তিতে ৫১ ক্রিকেটার


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারীদের কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েন ৫১ জনকে। যার মধ্যে ১৫ জন জাতীয় দলের এবং ৩৬ অন্য ক্রিকেটার সেন্ট্রাল চুক্তির আওতায় রয়েছেন।

নতুন বেতন কাঠামোতে নারী ক্রিকেটারদের সর্বোচ্চ বেতন লাখ ৬০ হাজার টাকা করা হয়েছে। সর্বনিম্ন বেতন ৮০ হাজার টাকা। ১৫ নারী ক্রিকেটারকে চারটি ক্যাটাগরিতে ভাগ করে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। নতুন বেতন কাঠামো কার্যকর হবে গত জুলাই মাস থেকে। আগামী বছরের জুন পর্যন্ত এই কাঠামো চালু থাকবে।

এর আগেক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ছিল লাখ ২০ হাজার টাকা করে, যা ৪০ হাজার বাড়িয়ে করা হয়েছে লাখ ৬০ হাজার টাকা। ছাড়াবিক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৩৫ হাজার বাড়িয়ে লাখ ৩৫ হাজার টাকা করা হয়েছে।সিক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার টাকায়।

ডিক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। ছাড়া জাতীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন আগের মতো ৩০ হাজার টাকাই রাখা হয়েছে। চুক্তিতে থাকা ১৫ ক্রিকেটারের বাইরে থেকে কেউ জাতীয় দলে এলে তারা মাসে ৬০ হাজার টাকা করে বেতন পাবেন। ছাড়া জাতীয় দলের অধিনায়ক ৩০ হাজার টাকা এবং সহ-অধিনায়ক মাসে বাড়তি আরও ২০ হাজার টাকা সম্মানি ভাতা পাবেন।

নতুন চুক্তিতেক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তিন ক্রিকেটারনিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার শারমিন আক্তার সুপ্তা।

বিক্যাটাগরিতে রয়েছেনফারজানা হক পিংকি, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান সোবহানা মোস্তারি।

সিক্যাটাগরিতে ক্রিকেটার একজনইস্বর্ণা আক্তার।

ডিক্যাটাগরিতেসুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রুবাইয়া হায়দার ঝিলিক, সানজিদা আক্তার মেঘলা এবং নিশিতা আক্তার নিশি।

শেয়ার করুন