২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৩:৪০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


গাইবান্ধার মানবিক জেলা প্রশাসক আব্দুল মতিনের গরীব শিক্ষার্থীকে আর্থিক সহায়তা
শফিকুল ইসলাম সাগর গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-১২-২০২১
গাইবান্ধার মানবিক জেলা প্রশাসক আব্দুল মতিনের গরীব শিক্ষার্থীকে আর্থিক সহায়তা


আবারও দুইজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন। জীবনের কষ্ট ও দারিদ্রকে জয় করে দেশের সেরা বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে অদম্য মেধাবী মোঃ রাকিবুল এবং মোছাঃ তাছলিমা আক্তার। মোঃ রাকিবুল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ২ নং ভরতখালী ইউনিয়নের বাসিন্দা। সে পরিবারের আর্থিক অস্বচ্ছলতা সত্বেও নিজের মেধাকে পুঁজি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 'ক' ইউনিটে ২০৯৪তম হয়ে গনিত বিভাগের জন্য মনোনীত হয়েছে। অপরদিকে মোছাঃ তাছলিমা আক্তার পলাশবাড়ী উপজেলার ২ নং মনোহরপুর ইউনিয়নের বাসিন্দা। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'খ' ইউনিটে ভর্তি পরীক্ষায় ৩৯৪ তম স্থান অধিকার করে "রাষ্ট্রবিজ্ঞান" বিভাগের জন্য মনোনীত হয়েছে। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে এ দুই শিক্ষার্থীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ প্রদান করা তাদের পরিবারের পক্ষে সম্ভব নয়। এমন সময়ে এই অদম্য মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। তিনি ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে তাদেরকে আর্থিক সাহায্য প্রদান করেন এবং যে কোন প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আশ্বাস দেন। জেলা প্রশাসকের কাছ থেকে আর্থিক সাহায্য, শুভ কামনা এবং দোয়া পেয়ে আবেগাপ্লুত হয়ে এই দুই মেধাবী শিক্ষার্থী জেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। উল্লেখ্য, গাইবান্ধা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন ইতিপূর্বে একইভাবে অনেক মেধাবী ও গরীব ছাত্র/ছাত্রীদের মেডিকেল কলেজ সহ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

শেয়ার করুন