<p><br></p>
০৫ জানুয়ারী ২০২৫, রবিবার, ১২:৩৭:৪৪ অপরাহ্ন


২০২৬ বিশ্বকাপ খেলার ব্যাপারে আশাবাদী নেইমার
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২১-১২-২০২৪
২০২৬ বিশ্বকাপ খেলার ব্যাপারে আশাবাদী নেইমার


২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলার ব্যাপারে আশাবাদী নেইমার। টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল তারকা যুক্তরাষ্ট্র, মেক্সিকো কানাডাতে আয়োজিত আসরটিতে খেলার সম্ভাবনার বিষয়ে জানান। যদিও এর আগে কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপই শেষ হিসেবে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।Description: Unibots.com

নেইমার কোনো রাখঢাক না রেখে বলেছেন, ‘২০২৬ বিশ্বকাপে খেলতে চাই।কিন্তু চোট প্রবণ নেইমার সেলেকাওদের হয়ে সর্বশেষ ১৪ ম্যাচে খেলতে পারেননি।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টের সাংবাদিক মারিওন বার্তোল্লি বেনোইত বোউত্রনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন নেইমার। যেখানে বোউত্রন ৩২ বছর বয়সী আল হিলাল ফরোয়ার্ডের কাছে জানতে চেয়েছেন, ২০২৬ বিশ্বকাপ জয় তার ক্যারিয়ারের শেষ লক্ষ্য কি না।

নেইমার জবাবে বলেন, ‘সবার আগে আমি আল হিলালের হয়ে ভালো একটি মৌসুম কাটাতে চাই। মারাত্নক এক চোট থেকে কেবল ফিরেছি। নিজের পর্যায়ে ফিরতে কেন এখানে আছি, তা বোঝাতে এখনো হাতে সময় আছে। আমার অগ্রাধিকার হলোভালোভাবে সেরে ওঠা। শারীরিক সক্ষমতা বাড়িয়ে আবারও খেলা শুরু করা। আল হিলালের হয়ে আমি ২০২৫ ক্লাব বিশ্বকাপ খেলতে চাই। কারণ, ক্লাবের জন্য এটা গুরুত্বপূর্ণ।

এরপর নেইমার ২০২৬ বিশ্বকাপ নিয়ে বলেছেন, ‘অবশ্যই বিশ্বকাপে খেলা সব খেলোয়াড়েরই লক্ষ্য। আমি এরই মধ্যে তিনটি বিশ্বকাপে খেলেছি। অবশ্যই চতুর্থটিতেও খেলতে চাই। এটায় মনোযোগী থাকতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে।

হলুদ জার্সিতে নেইমারই এখন সর্বোচ্চ গোলদাতা। গত বছরে সেপ্টেম্বরে কিংবদন্তি পেলেকে (৯২ ম্যাচে ৭৭ গোল) পেছনে ফেলেন নেইমার (১২৮ ম্যাচে ৭৯) তার কাছে জানতে চাওয়া হয়েছিল, শৈশবে সেই ছোট্ট নেইমারটি এমন স্বপ্ন দেখেছিল কি না।

নেইমারের উত্তর, ‘শৈশবে যত স্বপ্ন দেখেছি, সব ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছি। ছোটবেলায় সান্তোস ব্রাজিলের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। কিন্তু সৃষ্টিকর্তা আমাকে আরও বেশি দিয়েছেন। ক্যারিয়ার নিয়ে আমি খুশি, অনেক বড় বড় ক্লাবে খেলেছি। আর এখন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা। এই অর্জনে আমি খুব খুশি।নেইমার এরপর বলেছেন, ‘আমার সন্তানেরা জানবে, আমার দেশের ইতিহাসে আমি গুরুত্বপূর্ণ ছিলাম।

শেয়ার করুন