<p><br></p>
০৭ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার, ০৭:৫৭:০১ পূর্বাহ্ন


সোবাহান সিন্ডিকেটের মূল দুই হোতা আয়নাল ও রাজিব।
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১২-১২-২০২৪
সোবাহান সিন্ডিকেটের মূল দুই হোতা আয়নাল ও রাজিব। ছবি : সংগৃহীত


সরকারি একটি গুরুত্বপূর্ণ অফিসে রাতের আঁধারে তালা খোলার দৃশ্য কতটা লোমহর্ষ একটি ভিডিওতে দেখা যায়। ঘটনাস্থলে - জন ব্যক্তি রয়েছেন। একটি স্যাটেলাইটের বরাত দিয়ে জানা যায়: সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমে রাতের আঁধারে তালা খুলে দলবল নিয়ে গুরুত্বপূর্ণ নথি সরানোর কাজে ব্যাস্ত। যার নেতৃত্ব দিচ্ছেন বিশেষ একজন ব্যক্তি।প্রশ্ন হল রাতের অন্ধকারে সরকারি একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় লোক গুলো কারা ? দলকে নেতৃত্ব দেওয়ার ব্যক্তিটি বা কে ? এবং তিনি সাবরেজিস্ট্রি অফিসের মতন স্পর্শকাতর জায়গায় চাবিই বা পেলেন কোথায়?

পরবর্তীতে পরিচয় মিলে রাতের আঁধারে স্পর্শকাতর গুরুত্বপূর্ণ এই সাব রেস্টার অফিসের নেতৃত্ব দেন আয়নাল হোসেন। মোহাম্মদপুর সব রেস্টার অফিসের রুমে তার আব্দুস সোবানের ভাগ্নে এই আয়নাল হোসেন। শুধু মামার জোরেই এই অফিসে অবাধে চলাফেরা করেছেন।

 

মোহাম্মদপুর সাব রেস্টার অফিসের উমেদার আব্দুস সোবান এইটি গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠেন---- একজন উমেদারের কাজ হল প্রতিদিনের খাতা দলিল পত্র চা-নাস্তা যোগান দেওয়া।কাজ নেই মুজুরী নেই দৈনিক চুক্তিভিত্তিতে একজন উমেদারের বেতন ৬০ টাকা।

প্রশ্ন উঠতে পারে উচ্চ মূল্যস্থিতির এই বাজারে উমেদার আব্দুস সোবহান কিভাবে পরিবার নিয়ে জীবন যাপন করছেন?

বাস্তবে পাওয়া গেল উল্টো চিত্র। ৬০ টাকা বেতনে এই ওমেদারের চাকুরী করেই গত দশকে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। মোহাম্মদপুর সাব রেসটার অফিসের উমেদারী ছাড়া কোন দৃশ্যমান আইয়ের উৎস ছিল না আব্দুস সোবানের। তাহলে এত অর্থ সম্পদ আসলো কোথা থেকে?

মাঠ পর্যায়ে অনুসন্ধানে পাওয়া যায়আদাবরের বায়তুল হাউজিং এর ৬১৭ নম্বর বাড়িতে তিনটি ফ্ল্যাট, আদাবরে কাঠা জমি, বাড্ডা সাতারকূলে টি প্লট, মোহাম্মদপুর বসিলায় ১৫ কাঠার প্লট পাশাপাশি টি মাইক্রোবাস এবং ডেভেলপার কোম্পানির ব্যবসাও রয়েছে ৬০ টাকা বেতনের উমেদার আব্দুস সোবহানের।

কাগজ কলমে পরিচয় উমেদার তবে বাস্তবে মোহাম্মদপুর সাবরেজিস্ট্রি অফিসের অঘোষিত নিয়ন্ত্রক।

বিভিন্ন সূত্রে রেজিস্ট্রি  অফিসের সামনে অনেক পুরাতন দোকানীএবং সাব রেজিস্টারে অফিসে কর্মরত পুরাতন স্টাফদের কাছে জানা যায় এই রেজিস্ট্রি অফিসের ইট পাথর আব্দুস সোবাহানকে চিনেন, ডেইলি ৬০ টাকা বেতনের চাকরি করা উমেদার আব্দুস সোবানি এই রেজিস্ট্রি অফিসের তার অদৃশ্য শক্তি ব্যবহার করে সেই হয়ে উঠেছেন হর্তা কর্তা।

 

আগের সাব রেজিস্ট্রাররাও আমাদের আব্দুস সোবহান কে বিশেষ ভাবে ব্যবহার করে গেছেন

বর্তমানে দায়িত্ব পালন সাব রেজিস্ট্রার শাহিন আলম,৩০/০৫/২০২৩ যোগদান করেন রেজিস্ট্রি অফিসে। এবং প্রতিটি জমি রেজিস্ট্রি কালীন সময় উমেদার আব্দুল সুবাহান ছাড়া যেন  এজলাসে ওঠেন না এই সাবরেস্টার। প্রতিটি সাবরেস্টারের কাছেই যেন উমেদার আব্দুস সোবান স্বর্ণের ডিম পাড়া একটি হাস বেবী আপা নামে বয়স্ক এক ভদ্র মহিলা তিনি বহুৎ বছর ধরে কাজ করছেন এই সাবরেসটার অফিসে তার কোন পথ পদবী না থাকলেও সেও যেন সোবানের আস্থাভাজন হওয়ার কারণে রুমে ঢুকতে গেলে কিছু ফর্মুলা তার কাছে উপভোগ করতে হয় বেবী সবার থেকে পুরাতন কর্মচারী হওয়ার কারণে তার দায়িত্ব যেন একটু বেশিই বটে। বাবুদের সাথে কথা বলতে আসা সাংবাদিকদের রপ্ত করেছেন খুব সহজেই, প্রশ্ন এবং উত্তরে সবই যেন তার জানা। কোন জমি রেজিস্ট্রি হলে সুপারিশ না করলেও  নগত অংকটা চলে আসে খুব সহজেই তার হাতে, কোম দিলে হবে না, একটু বাড়তি দিতে হবে।উমিদার আব্দুস সোবহান  এর লোক বলে কথা। এককথায় মোহাম্মদপুর সাব রেজিস্টার অফিসে কোন কাজ করতে গেলে অবশ্যই উমেদার আব্দুল শরণাপন্ন হতেই হবে। উমেদার আব্দুস সোবান খুবই ব্যস্ত থাকেন তার অফিস টাইমে কেননা তার সময়ের প্রতিটি মূল্য অনেক বেশি। একজন সাব রেস্টারের থেকে কম গুরুত্বপূর্ণ ব্যক্তি নন উমেদার আব্দুস সোবান।

বর্তমান প্রেক্ষাপট অনেকটা পরিবর্তন হওয়ার কারণে, ওমেদার আব্দুস সোবহান একটু নিষ্ক্রিয় ভূমিকায় পালন করার চেষ্টা করে যাচ্ছে। টিপ বই সরিয়ে ফেলা ঘুষ বাণিজ্য দলিল নিয়ে নয় ছয় নকল জালিয়াতি এবং কাটা ছেঁড়া করার মতন মূল ভূমিকা পালন করা লক্ষে আত্মীয়-স্বজনদের নিয়ে গড়ে তুলেছেন একটি সিন্ডিকেট। ভাগ্নে আয়নাল শ্যালক রাজিব ।রাজধানী গুরুত্বপূর্ণ মোহাম্মদপুর সাব রেজিস্ট্রার  অফিসের অঘোষিত নিয়ন্ত্রক আব্দুস সোবহানের পোষ্য আয়নাল এবং রাজিব এর বিস্তারিত আগামী পর্বে---

 

শেয়ার করুন