চিলির সাথে শেষ ম্যাচটায় জয় পাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে। অবশ্য শেষ ম্যাচে জয় পেলেও পেরুর সাথে ম্যাচে একাদশে আসতে যাচ্ছে পরিবর্তন। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সেই ইঙ্গিতই দিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। তিন পরিবর্তন নিয়ে সেলেসাওরা মাঠে নামবে বলেও শোনা যাচ্ছে।
কার্ড জটিলতায় পাকেতার খেলা হচ্ছে না তা নিশ্চিত। তার জায়গায় গারসনকে মাঠে নামানোর ইঙ্গিত দিয়েছেন দরিভাল। এছাড়াও রাইট ব্যাক পজিশনেও আসতে যাচ্ছে পরিবর্তন। দানিলোর জায়গায় দেখা যেতে পারে ভান্দেরসনকে। শেষ ম্যাচে মিডফিল্ডে খুব একটা আলো ছড়াতে না পারায় একাদশে জায়গা হারাতে পারেন আন্দ্রে। তার জায়গায় একাদশে ফেরার সম্ভাবনা ব্রুনো গিমারেশের।
দানিলো না থাকায় অধিনায়কত্বের আমব্যান্ডটা থাকবে মার্কিনিয়োসের হাতে। এছাড়া একাদশে আর পরিবর্তন দেখা যাওয়ার সম্ভাবনা কম। গোলপোস্টে এদেরসনের জায়গাটা পাকা। রক্ষণে গেল ম্যাচে জুটি বাঁধা গাব্রিয়েল মাঘালেস,মার্কিনিয়োসকে দেখা যাবে আবারও। লেফট ব্যাকে আবনার আর রাইট ব্যাকে দানিলোর জায়গায় দেখা মিলবে ভান্দেরসনকে।
মিডফিল্ডে জোড়া পরিবর্তনে ফিরছেন গিমারেশ আর গারসন তাদের সাথে দেখা মিলবে রাফিনিয়াকে। দুই উইংয়ে রদ্রিগো আর সিভিনিয়ো সামলাবেন দায়িত্ব। স্ট্রাইকার হিসেবে দেখা মিলবে গেল ম্যাচে গোল পাওয়া ইগোর হেসুসকে।
বুধবার ভোর ৬:৪৫ মিনিটে ম্যাচটি মাঠে গড়াবে।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: এদেরসন, গাব্রিয়েল মাঘালেস,মার্কিনিয়োস, আবনার, ভান্দেরসন, ব্রুনো গিমারেশ, গারসন, রাফিনিয়া, রদ্রিগো, সাভিনিয়ো, ইগোর হেসুস।