২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৪:৫৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


নাতির ছুরিকাঘাতে দাদি খুন ছাতকে মা-ছেলে কারাগারে
মোঃ জাকারিয়া। ছাতক উপজেলা প্রতিনিধি,
  • আপডেট করা হয়েছে : ৩১-১২-২০২১
নাতির ছুরিকাঘাতে দাদি খুন ছাতকে মা-ছেলে কারাগারে


ছাতকে নাতির ছুরিকাঘাতে দাদি তাসলিমা বেগম (৬৫) খুন হওয়ার ঘটনায় তাসলিমা বেগমের ছেলে বউ রানী বেগম (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। নাতি রিয়াজুল ইসলাম ওরফে হৃদয় হাসান(২০)কে ও পুলিশ গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। নিহত তাসলিমা বেগম উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের মৃত চান্দ আলীর স্ত্রী ও বুরহান উদ্দিনের মাতা।পুলিশের হাতে গ্রেফতার হওয়া আসামী রানী বেগম বারকাহন গ্রামের বোরহান উদ্দিনের তালাক প্রাপ্ত স্ত্রী ও রিয়াজুল ইসলাম ওরফে হৃদয় হাসান তার ছেলে। মা’ হত্যার অভিযোগে বুধবার রাতে বড় ছেলে হৃদয় ও সাবেক স্ত্রী রানী বেগমকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে বুরহান উদ্দিন। পুলিশ জানায় গত মঙ্গলবার সন্ধ্যায় বুরহান উদ্দিনের ছেলে হৃদয় তার দাদি তাসলিমা বেগমকে বাড়ী থেকে ডেকে নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত ওই বৃদ্ধাকে প্রথমে ছাতক উপজেলা সদর হাসপাতালে ও পরে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাতে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক আতিকুল আলম খন্দকার বলেন, এই হত্যাকান্ডে ব্যবহার করা ধারালো ছুরি বাড়ীর পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে তালিমা বেগমকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

শেয়ার করুন