২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ০১:১৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


৬০ দেশে এক কোটি ১০ লাখ টিকা পাঠিয়েছে আমেরিকা
ভোরের ধ্বনি ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২১
৬০ দেশে এক কোটি ১০ লাখ টিকা পাঠিয়েছে আমেরিকা প্রতীকী ছবি


বিশ্বের ৬০টিরও বেশি দেশে এক কোটি ১০ লাখেরও বেশি করোনাভাইরাসের টিকা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় বাংলাদেশও রয়েছে।

মঙ্গলবার হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হয়েছে।  খবর ভয়েস অব আমেরিকার।

ঘোষণাটি এমন সময়ে দেওয়া হলো যখন ভাইরাসের ভারতীয় ধরন ‘ডেল্টা’র কারণে যুক্তরাষ্ট্রে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা পুরোপুরি টিকা নেওয়া ব্যক্তিদেরও অভ্যন্তরীণ পরিবেশে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন।

বলা হচ্ছে,  জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্র হবে বিশ্বের টিকা ভাণ্ডার। বৈশ্বিক টিকা কার্যক্রম কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের এক কোটি ১০ লাখ টিকা বিতরণ উল্লেখ করার মতো বিষয়। তবে তা বিশ্বের প্রয়োজনের ভগ্নাংশ মাত্র।

মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, আগস্টের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে পাঁচ লাখ ডোজ ফাইজার টিকা পাঠানো শুরু করবে। এটি ২০২২ সালের জুন মাস নাগাদ বিশ্বের ১১০টি নিম্ন আয়ের দেশে যুক্তরাষ্ট্রের টিকা সহায়তার প্রতিশ্রুতির অংশ।

ইতোমধ্যে বিতরণকৃত এক কোটি ১০ লাখ ডোজ যুক্তরাষ্ট্রের নাগরিকদের অনীহাসহ নানা কারণে উদ্বৃত্ত থাকা টিকা।

বলা হচ্ছে, জুনের শেষ নাগাদ বাইডেন ৮ লাখেরও বেশি টিকা বিভিন্ন দেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার পুরোটা সম্ভব হয়নি টিকা গ্রহিতা দেশগুলোর কৌশল ও নীতিগত নানা সমস্যার কারণে। তবে জুলাইয়ে টিকা পাঠানোর গতি বেশ বেড়ে যায়। এ সময় বাংলাদেশেও টিকা পাঠানো হয়।

পরিকল্পনা অনুযায়ী, বিশ্বের নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে সহায়তার লক্ষ্যে কোভ্যক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ টিকা পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের অংশীদার ও বন্ধু দেশগুলোকে সহায়তার মাত্রার সঙ্গে সঙ্গতি রেখে তা করা হয়।

হোয়াইট হাউস বলছে, টিকা দেওয়ার পরিবর্তে রাশিয়া বা চীনের মতো কিছু চাওয়া হয়নি। ওই দুটি দেশ তাদের নিজেদের উৎপাদিত টিকা দেওয়ার বদলে ভু-রাজনৈতিক সুবিধা চেয়েছে।

শেয়ার করুন