২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০২:৫৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


‘অচেনা’ ইংল্যান্ডের মুখোমুখি হতে প্রস্তুত টাইগাররা
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৬-১০-২০২১
‘অচেনা’ ইংল্যান্ডের মুখোমুখি হতে প্রস্তুত টাইগাররা


টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ততটা ভাল হয়নি বাংলাদেশের। বাছাইপর্বের প্রথম ম্যাচে স্টকল্যান্ডের বিপক্ষে হেরে গিয়ে ভীষণ সংশয়ে পড়ে গিয়েছিল টাইগাররা। পরে অবশ্য পরপর দুই ম্যাচ জিতে গ্রুপ রানার্স আপ হয়ে মূলপর্বে উত্তীর্ণ হয়।

মূলপর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচে টাইগাররা ব্যাটসম্যানরা রানে ফিরলেও হেরেছে দল। ১৭২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে লঙ্কানরা। মূরপর্বের শুরুটাও বাছাইপর্বের মতো ধাক্কা দিয়েছে বাংলাদেশ দলকে। এমন অবস্থায় পরবর্তী ম্যাচে ‘অচেনা’ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে টাইগাররা।

ইংল্যান্ডের সঙ্গে এর আগে টেস্ট ও ওয়ানডেতে মুখোমুখি হলেও এটিই হবে ইংলিশদের বিপক্ষে টাইগারদের প্রথম টি-টোয়েন্টি। তবে অচেনা ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত টাইগার শিবির।

দলের প্রতিনিধি হয়ে ভিডিও বার্তায় নাঈম শেখ এমনই জানিয়েছেন। তিনি বলেন, আশাহত নয় টাইগার শিবির। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে হবে বাংলাদেশকে। তবে জয়ের সুযোগও বাড়বে পরের ম্যাচগুলোতে। বুধবার সুপার-১২ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি, শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

ওয়ানডে, টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ দল। কিন্তু মজার বিষয় ক্রিকেটের খুদে সংস্করণে ইংলিশদের বিপক্ষে কখনোই খেলেনি টাইগাররা! দৃশ্যত তাই ‘অচেনা’ ইংল্যান্ডের জন্যই প্রস্তুত হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। অন্তত টি-২০ তে ইংল্যান্ড ‘নতুন’ প্রতিপক্ষই সাকিব-মুস্তাফিজদের জন্য। এবং প্রথম ম্যাচ হেরে যাওয়ায় কালকের ম্যাচটি হতে যাচ্ছে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সুযোগ।

ইংল্যান্ড বড় প্রতিপক্ষ হলেও বুধবার বাংলাদেশ জয়ের জন্যই খেলবে। গত রবিবার ম্যাচের পর মুশফিকুর রহিম বলেছিলেন, এটা সত্যি খারাপ লাগে যে ভালো খেলে হারলে সেই ভালো খেলার কোনও মানে নেই। তবে আমাদের আত্মবিশ্বাস আছে, এই ফরম্যাটে বড় দল বা ছোট দল বলে কিছু নেই। সামনে একইভাবে আমরা এগোতে চাই। আগামী ম্যাচে আমরা জয়ের জন্যই খেলব।”

লঙ্কানদের বিরুদ্ধে সর্বোচ্চ ৬২ রান করা নাঈম শেখ বলেছেন, “কন্ডিশনে মানিয়ে নিয়ে ভালো ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ। গতকাল এ বাঁহাতি ওপেনার বলেছেন, ‘আমরা কাল (রবিবার) কোনো একটা ভুলের কারণে জিততে পারিনি। ইনশাআল্লাহ আমাদের ফোকাস থাকবে সামনের ম্যাচগুলোতে যেন তিনটা ডিপার্টমেন্টে ভালো করতে পারি।”

নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড ৬ উইকেটে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। মাত্র ৫৫ রানে গুটিয়ে গিয়েছিল ক্যারিবিয়ানরা। তাই বিশ্বকাপের অন্যতম ফেবারিট ইংল্যান্ডকে হারাতে হলে সেরা ক্রিকেট খেলতে হবে বাংলাদেশকে।

শেয়ার করুন