২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ১২:৪১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৯-১০-২০২১
মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা


ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল দিঘিরপাড় গ্রামের মাদকাসক্ত ছেলে শফিকুল ইসলাম মৃধা ফারুক (৪১) কে গ্রামবাসীর সহযোগিতায় পুলিশের হাতে তুলে দেন তার মা। এ ব্যাপারে শফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে শফিকুল ইসলামকে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পাতরাইল দিঘিরপাড় গ্রামের শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও বিক্রি করে আসছিলেন। তিন সন্তানের জনক শফিকুল সংসারের প্রতি ছিল উদাসীন। মা সহ পরিবারের সদস্যরা বাধা দিয়েও তাকে মাদক সেবন ও বিক্রি থেকে ফেরাতে পারেনি। গত শুক্রবার (৮ অক্টোবর) বিকালে শফিকুলের মা কহিনুর বেগম ছেলের কাছে ইয়াবা বড়ি দেখতে পায়। এ সময় তিনি চিৎকার করে আশে পাশের লোকজন জড়ো করেন। লোকজনকে জানান, তার ছেলের নিকট ইয়াবা আছে। এলাকাবাসী শফিকুলকে ধরে ফেলে। এরপর শফিকুলের মা ভাঙ্গা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ শুক্রবার বিকালে শফিকুলকে ১২টি ইয়াবা বড়িসহ তার মায়ের নিকট থেকে গ্রেফতার করে নিয়ে আসে। 

শফিকুলের মা কহিনুর বেগম বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে হাবিজাবি (মাদক) খেয়ে আসছে। শফিকুল আমার সংসারকেই শুধু শেষ করেনি, আশে পাশের ছেলেদেরও নষ্ট করছে। শেষ পর্যন্ত আমি বাধ্য হয়েছি আমার একমাত্র ছেলেকে পুলিশের হাতে তুলে দিতে।

ভাঙ্গা থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, মায়ের ফোন পেয়েই আমরা শফিকুলকে গ্রেফতার করি। এ সময় তার কাছে ইয়াবা বড়ি পাওয়া যায়।

শেয়ার করুন