০৮ মে ২০২৪, বুধবার, ১০:৩১:০০ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


সিলেটে পূজা উদযাপনে প্রস্তুত রূপ পাচ্ছেন দেবী দুর্গা।
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-১০-২০২১
সিলেটে পূজা উদযাপনে প্রস্তুত রূপ পাচ্ছেন দেবী দুর্গা। স্টাফ রিপোর্টার সিলেটঃ


আজ বৃহস্পতিবার ও গতকাল বুধবার মহালয়ার ভোরে কৈলাস থেকে ধরণীতে আগমন ঘটেছে দেবী দুর্গার। চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় দেবী দুর্গার আবাহন।শরতের কুয়াশা ভেজা ভোরে দেবীর আগমনকে বরণ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবার ঘোড়ায় চড়ে প্রবেশ করবেন মণ্ডপে। আগামী ১১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উৎসবকে কেন্দ্র করে সিলেটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাটির তৈরি কাঠামো নির্মাণ শেষে রঙ তুলির আঁচড় আর মনের রূপে সজ্জিত করা হচ্ছে দেবী দুর্গাকে। কল্পনার দেবীকে সজ্জিত করতে ব্যস্ত সময় পার কছেন মৃৎ শিল্পীরা। সিলেট নগরের আজ বৃহস্পতিবার ও বুধবার বিকালে দাড়িয়াপাড়া এলাকার বল্লব মৃৎ শিল্পালয়ে গিয়ে দেখা যায় মাটির কাঠামোগুলো রাখা সারিবদ্ধভাবে। তাতে রঙের প্রলেপ বসানো হচ্ছে। দেবীকে রাঙানো হচ্ছে কল্পনার সাজে। সিলেট অঞ্চলের বেশির ভাগ প্রতিমাই নির্মাণ করা হয় এখানে। মৃৎ শিল্পী দুলাল পাল জানান,গতবারের তুলনায় এবার অর্ডার বেশি। তিনি প্রায় ৭৫টি মণ্ডপের প্রতিমা নির্মাণের অর্ডার পেয়েছেন। তিনি বলেন,করোনার পরিস্থিতির কারণে গত বছর পূজায় কোনো উৎসবের আমেজ ছিল না। তবে এবার ভালোই অর্ডার পেয়েছি। এখন শেষ সময়ে এসেও অনেকে অর্ডার নিয়ে আসছেন। সময় না থাকায় কয়েকজনকে ফিরিয়েও দিয়েছি। দুলাল পাল,দিপন রায়সহ আরও অনেকই বলেন কেবল টাকা রোজগারের জন্য নয়,ভালোবাসা ও শ্রদ্ধা থেকেও আমি এই কাজ করি। প্রতিমা নির্মাণের সময়ও চেষ্টা করি যাতে আমার তৈরি প্রতিমা দেখে মানুষের মনে শ্রদ্ধা ও ভক্তি জাগে। মাটির প্রতিমা কিভাবে জ্যান্ত করে তোলা যায়, এই চেষ্টা করি সব সময়। ১১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে যে উৎসব তার শেষ হবে ১৫ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট জেলায় এবার পূজা হবে ছয় শতাধিক মণ্ডপে। এর মধ্যে নগরে রয়েছে শতাধিক মণ্ডপ। গত বছর জেলায় প্রায় সাড়ে ৫০০ মণ্ডপে অনাড়ম্বরভাবে পূজা হয়েছিল। তবে বড় পরিসরে পূজা উদযাপন হলেও করোনাভাইরাসের কারণে এবারও পূজায় কিছু বিধিনিষেধ থাকবে বলে জানিয়েছে পূজা উদযাপন পরিষদ। সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত বলেন, ‘করোনার কারণে আমরা ভিড় এড়াতে মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরতি প্রতিযোগিতা না করার সিদ্ধান্ত নিয়েছি।এ ছাড়া প্রতিটি মণ্ডপে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। মণ্ডপে বসে প্রসাদও খাওয়া যাবে না। তিনি বলেন-আনুষ্ঠানিকতায় কিছু কাটছাঁট করা হলেও আমরা আশা করছি ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সিলেটজুড়ে দুর্গাপূজা হবে। এদিকে দুর্গাপূজার আয়োজনকে নির্বিঘ্নে করতে সবধরণের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের। তিনি বলেন,মণ্ডপগুলোতে তিন স্তরের নিরাপত্তা থাকবে। পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন