২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৯:২৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


কুমিল্লা নগরীর দখলমুক্ত ফুটপাতে দৃষ্টিনন্দন ফুলের টব
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৩-০৯-২০২১
কুমিল্লা নগরীর দখলমুক্ত ফুটপাতে দৃষ্টিনন্দন ফুলের টব


কুমিল্লা নগরীর কেন্দ্রস্থল কান্দিরপাড় টাউন হল মাঠের সামনের সড়কের ফুটপাত দখল করে ব্যবসা করতেন কয়েকশ ক্ষুদ্র ব্যবসায়ী ও হকার। বিভিন্ন সময়ে সেখানে উচ্ছেদ অভিযান চালানো হলেও ফের দখল হতো ফুটপাত।

এতে পথচারীদের পথ চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। ‘ইট পাথরের নগরীতে সবুজ ছড়িয়ে যাক সবার প্রাণে’—এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলা প্রশাসন কর্তৃক নগরীকে গ্রিন সিটি করার উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি ঐ স্থানের ফুটপাতের সীমানার লোহার গ্রিলে নানা রঙের প্লাস্টিকের টবে নানা জাতের পাঁচ শতাধিক ফুলের গাছ স্থাপন করা হয়। এতে পুরো এলাকা দৃষ্টিনন্দন ফুলের বাগানে পরিণত হয়েছে।

আরও পড়ুন:

সরেজমিন ঘুরে দেখা যায়, কুমিল্লার ঐতিহ্যের শতবর্ষের প্রাচীন টাউন হলে প্রবেশের প্রধান ফটকের পূর্ব ও পশ্চিমাংশে সড়কের পাশের লোহার গ্রিলের মধ্যে প্লাস্টিক বোতলকে পুনর্ব্যবহার করে নানা জাতের পাঁচ শতাধিক ফুল ও সৌন্দর্যবর্ধক পাতাবাহার গাছ লাগিয়ে দেওয়া হয়। প্রতিটি বোতলে রঙ করা হয়। ফুটপাতে চলাচলের ক্ষেত্রে পথচারীরা স্বাচ্ছন্দ্যবোধ করছেন। জানা যায়, সম্প্রতি কুমিল্লা টাউন হল মাঠের দক্ষিণ পাশে সড়কের লোহার গ্রিলসংলগ্ন ফুটপাতের কাপড়, চা-পান, ফুচকাসহ অবৈধ বিভিন্ন দোকানপাট উচ্ছেদ করা হয়। ফুটপাতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করে কুমিল্লা সিটি করপোরেশন, ভলান্টিয়ার্স ফর বাংলাদেশ (ভিবিডি), গ্রিন স্বদেশ ও গার্ডেন লাভার্স বাংলাদেশের কর্মীদের সহযোগিতায় নানা জাতের ফুলের গাছ প্লাস্টিকের রঙিন টবে ঝুলিয়ে দৃষ্টিনন্দন বাগান করা হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা শাখার সভাপতি ডা. মো. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ‘কুমিল্লা নগরীকে দখল ও দূষণমুক্ত রাখতে এবং ফুটপাত থেকে দখলদারদের উচ্ছেদ করতে সিটি মেয়রকে বেশ কয়েকবার অনুরোধ করা হয়েছিল। অবশেষে জেলা প্রশাসনের উদ্যোগে সেই প্রক্রিয়া শুরু হয়। টাউন হল এলাকায় রঙিন প্লাস্টিকের বোতলে ফুলের টব স্থাপন ও নানা জাতের গাছ লাগানোর কারণে দৃষ্টিনন্দন হয়েছে। এমন উদ্যোগের ফলে পুষ্পমেলায় বাহারি ফুলের সৌন্দর্যে বিমোহিত হবে নগরবাসী।

শেয়ার করুন