২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০১:৫৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


হকারদের দখলে নারায়ণগঞ্জের সড়ক-ফুটপাত মাসে কোটি টাকার চাঁদাবাজি
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৭-০৯-২০২১
হকারদের দখলে নারায়ণগঞ্জের সড়ক-ফুটপাত মাসে কোটি টাকার চাঁদাবাজি


নারায়ণগঞ্জ মহানগরীর প্রায় সকল সড়ক এখন হকারদের দখলে। এই সব সড়কে হকার বসিয়ে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ স্থানীয় মাস্তানরা প্রতি মাসে কোটি টাকা আয় করছে। শহরের আলোচিত মীর জুমলা সড়কটি মুক্ত করতে নগরবাসী থেকে শুরু করে গণমাধ্যম কর্মীরা আন্দোলন সংগ্রাম করার করে। তার পরিপ্রেক্ষিতে কিছু দিন আগে প্রশাসনিক উদ্যোগে সড়কটি চলাচলের উপযোগী হলেও এখন তা আবার কাঁচামাল ব্যবসায়ী আর ভ্রাম্যমাণ হকারদের দখলে।

এখানে সড়কের ওপর ছোট ছোট টংঘর করে দৈনিক হাজার টাকা চাঁদা আদায় করছে একটি মহল। এই সড়কে হাতে করে মুরগি বিক্রি করতে হলেও চাঁদা দিতে হয়। এভাবে শহরের সড়ক দখল করে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদাবাজি করে চলেছে ক্ষমতাসীন দলের কর্মী ও সিটি করপোরেশনের প্রভাবশালী কর্মকর্তাদের লোকজন।শহরের চাষাঢ়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত বঙ্গবন্ধু সড়ক। ভোর থেকে রাত পর্যন্ত এ সড়কে অসংখ্য যানবাহন চলাচল করে থাকে। তাই শহরবাসীর কাছে প্রধান সড়ক হিসেবে পরিচিত এটি। চাঁদাবাজরা ভোর পাঁচটা থেকে গভীর রাত পর্যন্ত সড়কের অন্তত হাজার খানেক স্পট ভাড়া দিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায় করে। আর সেই সুযোগে সড়কে বসে নানা পণ্যের পসরা। সে কারণেই শহরের অধিকাংশ সড়কে দিনভর লেগে থাকে যানজট। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দায়িত্ব এই সব হকারদের উচ্ছেদের কথা থকলেও উলটো শহরের বিভিন্ন পয়েন্টে গড়ে উঠেছে অবৈধ সিএনজি অটোরিকশার স্ট্যান্ড।

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশকে হকারদের উচ্ছেদে মাঝে মধ্যে তৎপর দেখা গেলেও মীর জুমলা সড়ক থেকে শুরু করে শহরের অধিকাংশ সড়কেই চাঁদাবাজি করে চলেছে নাসিকের জনপ্রতিনিধিদের সমর্থনপুষ্টরা। কোনো কোনো সময় পুলিশ এদের বিরুদ্ধে কঠোর হলেও রহস্যজনক কারণে আবার তারা চুপসে যায়।

জানা গেছে, সড়ক ও ফুটপাত ভাড়া দিয়ে চাঁদাবাজির ক্ষেত্রে রয়েছে নানা হিসাব। এলাকার ওপর নির্ভর করে নির্ধারিত হয় চাঁদার হার। অনুসন্ধানে দেখা যায়, নিতাইগঞ্জে আসা পণ্যবাহী গাড়ির মালপত্র খালাস করে ফেরার পথে সেখানে চাঁদা দিতে হয়। ডিআইটি মসজিদের সামনে আরেক ছদ্মবেশীরা টাকা আদায় করে। মন্ডলপাড়ায় বাঁশ দিয়ে এক পাশ বন্ধ করে অবৈধ ইজিবাইকের স্ট্যান্ডের চালকদের কাছ থেকে নেওয়া হয় চাঁদা। রাতে চোরাই পণ্য বিক্রয়কারীদের কাছ থেকে সেখানে আরেক দফা চাঁদা নেওয়া হয়।

শেয়ার করুন