২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০২:৫৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


যেন মরণযাত্রার মৌসুম
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৯-০৯-২০২১
যেন মরণযাত্রার মৌসুম


লিবিয়া থেকে ইতালির উদ্দেশে শনিবার ৯২ বাংলাদেশিসহ ১৬০ জনের দল নিয়ে যাত্রা করে একটি নৌকা। প্রায় ১৮ ঘণ্টা নৌকাটি চলার পর হঠাৎ ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এ অবস্থাতেই নৌকাটি চার দিন তিউনিসিয়া উপকূলে ভাসতে থাকে। ভাসতে ভাসতে তিউনিসিয়ান গ্যাসপাম্পের কাছে এলে নৌকায় থাকা কয়েকজন বাংলাদেশি পানিতে ঝাঁপিয়ে পড়েন। গ্যাসপাম্পের লোকজন তাদের উদ্ধার করে তিউনিসিয়া কোস্টগার্ডে হস্তান্তর করেন। তবে এখনো নিখোঁজ রয়েছেন একজন মিসরীয় ও দুজন আফ্রিকান।

নৌকায় থাকা একজনের আত্মীয় মাদারীপুরের জাহিদ হোসেন বলেন, ‘নৌকা যেসব দালালের ছিল তারা যাত্রীদের পরিবারের কাছে ইতালি পৌঁছে যাওয়ার খবর পাঠায়। আমরা সরাসরি কথা বলতে চাইলে টালবাহানা করে। তখনই আমাদের সন্দেহ হয়। পরে জানতে পারি যাত্রীরা তিউনিসিয়ায় হাসপাতালে। এখন বুঝতে পারছি না কী উপায়।’ শরীয়তপুরের নাজমুল হুদা নাহিদ বলেন, ‘নৌকায় আমার ভাই ছিল। তারা অনেক কষ্ট করেছে। চার দিন ছিল পানি ও খাবার ছাড়া। এর মধ্যে প্রচন্ড রোদে সবাই অসুস্থ হয়ে যায়।’ নাজমুলের দাবি- ‘নৌকার চালকের ভুলে এতগুলা মানুষ কষ্ট পাইছে। আর আমাদের কাছে ভুয়া খবর আসে তারা নাকি ইতালি পৌঁছাইছে।’ লিবিয়ায় গেমের অপেক্ষায় থাকা রায়হান বলেন, ‘দালালদের অবহেলার কারণে কতগুলা পরিবার কষ্ট করছে। বোটে বাড়তি ইঞ্জিন দেওয়া উচিত ছিল। এটি দালালের কোনো ষড়যন্ত্র হতে পারে। গেম হলেও দালালের লাভ, ধরা খেলেও দালালের লাভ।’ অবৈধ পথে ইউরোপগামী বাংলাদেশিদের সূত্রগুলো জানান, আবহাওয়া ভালো থাকায় ইউরোপ যাওয়ার জন্য লিবিয়া থেকে অবৈধ নৌকা ছাড়ার সংখ্যা এক মাস ধরেই বেশি। মূলত বাংলাদেশের মাদারীপুর, শরীয়তপুর, সিলেট, সুনামগঞ্জ, নোয়াখালীসহ সুনির্দিষ্ট কিছু এলাকার লোকজন এভাবে ইউরোপে যান। এ এলাকাগুলো ঘিরেই শক্তিশালী দালাল চক্র গড়ে উঠেছে দীর্ঘদিনে। স্থানীয় দালাল চক্রের পাশাপাশি লিবিয়া বা অন্য দেশে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রগুলো যোগসাজশ করে বাংলাদেশ থেকে তরুণ-যুবকদের লিবিয়ার ভূমধ্যসাগর তীরের আশপাশে নিয়ে যায়। পরে সেখান থেকে নৌকায় তুলে দেওয়া হয়। নৌকায় অনেকের সলিলসমাধিও ঘটে।

ইউরোপ যাওয়ার পর লিবিয়ায় থাকা অন্য একজনের ভাই মাদারীপুরের রনি খান বলেন, ‘২৮ সেপ্টেম্বর ৮০০ জনকে নিয়ে একাধিক বোট রওনা হয়েছে। এতে আমার ভাই আছে। কোথায় কীভাবে আছে তার কোনো খবর নেই।’

সিলেটের আবদুর রহিম বলেন, ‘আমার ভাগ্নের কোনো খবর পাচ্ছি না। আমার জানা মতে শনিবার রাত ২টা থেকে ৩টার মধ্যে তার নৌকা রওনা দিয়েছে। সেখানে বাংলাদেশি দালালের নাম রুবেল এবং লিবিয়ার দালালের নাম আবদুর রহমান। নৌকায় লোক ছিল ১৫০ জনের বেশি।’

নোয়াখালীর চৌমুহনীর মোহাম্মদ মাহফুজ বলেন, ‘আমার ভাইসহ ১৬২ জনের একটি নৌকা লিবিয়া থেকে ইতালির উদ্দেশে রওনা দেয়। তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। পাঁচ দিন পর দালালরা জানাচ্ছে তারা তিউনিসিয়ায় আটকে আছে। আমার মনে হয় এতে অন্য কোনো রহস্য আছে!’

কূটনৈতিক সূত্রগুলো জানান, লিবিয়ার প্রশাসন মাঝেমধ্যেই অভিযান চালিয়ে মানব পাচারে জড়িতদের ধরছে। এসব অভিযানে বাংলাদেশিসহ অন্যান্য দেশের যেসব নাগরিক মরণযাত্রায় মেতেছেন তাদের ধরে কারাগারে নিয়ে রাখছে মাসের পর মাস। আবার টাকা দিয়ে অনেকে ছাড়া পাচ্ছেন। এতে দালালের ব্যবসা হচ্ছে। তিউনিসিয়ার ডিটেনশন সেন্টারগুলোরও একই অবস্থা। সেখানে আটকা পড়লেও দালাল চক্র আবার টাকা নেয়, তারপর ছাড়ানোর ব্যবস্থা করে। ইউরোপে পাঠানোর জন্য এক ধরনের চক্র কাজ করে, আবার জেল থেকে বের করার জন্য আরেক ধরনের দালাল চক্র কাজ করে। এদের মধ্যে যোগসাজশ থাকতেই পারে।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানান, তিউনিসিয়ায় উদ্ধার বাংলাদেশিদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে দূতাবাস সব ধরনের চেষ্টা করে। তবে দীর্ঘদিন ধরে লিবিয়া-তিউনিসিয়ার স্থলসীমান্ত ও বিমান যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টার পর লিবিয়া ও তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়সহ উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল এ মাসেই স্থলপথে তিউনিসিয়া সফর করেছে। সেখানে প্রতিনিধি দলের পক্ষ থেকে তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, অভিবাসন অধিদফতর, রেড ক্রিসেন্ট সোসাইটি, আইওএমসহ স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে দেশটির বিভিন্ন শহরে অবস্থানরত বাংলাদেশিদের দেশে প্রত্যাবাসনসহ তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়েছে। এ ছাড়া রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান তিউনিসিয়ার জারজিস ও তাতাউইন শহরে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নিয়েছেন। বাংলাদেশিদের জন্য দূতাবাসের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানিয়েছেন এবং কাউন্সেলিং করিয়েছেন রাষ্ট্রদূত নিজেই।

শেয়ার করুন