২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৯:২৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


‘শিক্ষাবিদ ড. গিয়াসউদ্দিনের মৃত্যুতে জাতি এক সেরা বুদ্ধিজীবীকে হারালো’ - উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-০৯-২০২১
‘শিক্ষাবিদ ড. গিয়াসউদ্দিনের মৃত্যুতে জাতি এক সেরা বুদ্ধিজীবীকে হারালো’ - উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান


বিশিষ্ট শিক্ষাবিদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এ তথ্য জানান।  

শনিবার এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক। তিনি অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি শ্রেণিকক্ষে অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক নেতা আধুনিক, মুক্তমনা, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন গুণী শিক্ষক ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শের প্রতি ছিল তার গভীর আস্থা। তিনি একাধারে রাজনীতি সচেতন যেমন ছিলেন,  তেমনি ছিলেন আদর্শবান শিক্ষক। দেশ-বিদেশে তার অসংখ্য গুণগ্রাহী শিক্ষার্থী রয়েছেন।’

উপাচার্য আরও বলেন, ‘ড. গিয়াসউদ্দিন ছিলেন অনুকরণীয় ব্যক্তিত্ব। ছিলেন নিভৃতচারী মানুষ। একজন প্রকৃত শিক্ষকের সকল গুণাবলীর অধিকারী ছিলেন তিনি। তার মৃত্যুতে জাতি একজন সেরা বুদ্ধিজীবীকে হারালো। তার নীতি আদর্শ ও বিশ্বাসের মধ্য দিয়েই অনাগত দিনে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।’
                                                                                                                                                                                  শোকবার্তায় উপাচার্য বলেন, ‘অধ্যাপক আহমেদের মৃত্যুতে লোক প্রশাসন শিক্ষায় এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। শিক্ষা বিস্তার ও গবেষণায় অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’ উপাচার্য প্রয়াত এই অধ্যাপকের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন