<p><br></p>
১০ নভেম্বর ২০২৫, সোমবার, ১০:২৭:০৮ অপরাহ্ন


শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট!
স্পোর্টস ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-১১-২০২৫
শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট!


আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে অনলাইনে হাইভোল্টেজ এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছিল। মাত্র মিনিটেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক থেকে একটি পোস্ট দিয়ে জানানো হয়েছেটিকিটস সোল্ড আউট

এই ম্যাচকে ঘিরে আগ্রহের প্রতিফলন দেখা গেছে আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে টিকিট বিক্রির সময়। দুপুর ২টা থেকে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্মকুইকেট’–এর মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু মাত্র ছয় মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় সাধারণ গ্যালারির সব টিকিট! ওয়েবসাইটে মুহূর্তেই ভেসে ওঠেসোল্ড আউটলেখা, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা।

সর্বশেষ সিঙ্গাপুর হংকং ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম ছিল ৪০০ টাকা। ভারত ম্যাচকে ঘিরে সেই দাম বাড়িয়ে করা হয় ৫০০ টাকা। দাম বাড়লেও চাহিদায় কোনো প্রভাব পড়েনি। উল্টো আরও বেশি উচ্ছ্বাসে টিকিট সংগ্রহে ঝাঁপিয়ে পড়েন সমর্থকেরা।

বাফুফে জানিয়েছে, এবার মোট ছয় ক্যাটাগরির টিকিট বিক্রি হয়েছেগ্যালারি, ক্লাব হাউস , ভিআইপি বক্স , রেড বক্স হসপিটালিটি বক্স।

সবচেয়ে কম মূল্যের গ্যালারি টিকিট ৫০০ টাকা, ক্লাব হাউস ভিআইপি বক্স এর দাম হাজার টাকা, ভিআইপি বক্স এর টিকিট হাজার টাকা, ক্লাব হাউস এর হাজার রেড বক্সের হাজার টাকা।

করপোরেট বক্স স্কাই বক্সের টিকিটের দাম জানানো হয়নি, এই দুই জায়গা থেকে খেলা দেখতে info@bff.com.bd—এই ইমেইল ঠিকানায় যোগাযোগ করতে হবে বলে জানিয়েছে বিসিবি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনলাইন টিকিট বিক্রি শুরু করে গত জুনে সিঙ্গাপুর ম্যাচ দিয়ে। সেই ম্যাচেটিকিফাইপ্ল্যাটফর্মে টিকিট সংগ্রহে দর্শকদের ভোগান্তি হয়েছিল। পরে অক্টোবর উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে ম্যাচে নতুন প্ল্যাটফর্মকুইকেট’–কে টিকিট বিক্রির দায়িত্ব দেওয়া হয়। সেই ২০ মিনিটে বিক্রি হয়েছিল সব টিকিট। 

সর্বশেষ ম্যাচে হংকংয়ের সঙ্গে ড্রয়ে বাংলাদেশের এশিয়ান কাপের আশা শেষ হয়ে গেছে। ভারতের বিপক্ষে ম্যাচটিও তাই এখন নিয়ম রক্ষার। কিন্তু খেলা দেখা নিয়ে সমর্থকদের উচ্ছ্বাসের কোন কমতি নেই।

শেয়ার করুন