<p><br></p>
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ২০০৭ সালে যাত্রা শুরু করে নিশান নামক এনজিও টি। পা পা হাঁটি হাঁটি করে সাফল্যের ১৮ বছর পেরিয়ে ১৯ বছরে পদার্পনে পা রাখতে যাচ্ছে এই সংস্থাটি। বিগত ১৮ বছরের মধ্যে একটি গ্রাহকেরও টাকা আত্মসাৎ করেনি বলেও সংস্থা এবং স্হানীয় সূত্রে জানা যায়।
এক নজরে প্রতিষ্ঠানের পরিচিতি ও লক্ষ্য উদ্দেশ্যঃ- "নিশান স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সোসাইটি" ২০০৭ সালের শেষদিকে তেলিয়াপাড়া, মাধবপুর, হবিগঞ্জ কার্যক্রম শুরু করেন। প্রতিষ্ঠানটি ২০০৮ সালে RJSC হতে নিবন্ধন লাভ করে যার নিবন্ধন নম্বর: S-8277 (298)/08
ভিশন: দারিদ্র বিমোচনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়ন করা। এবং সামাজিক উন্নয়ন করা।
মিশন : স্বাস্থ্য ও পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য কর্মসূচী বাস্তবায়ন করা । উল্লেখিত ভিশন ও মিশন কে সামনে রেখে ২০০৮ সাল থেকে অদ্যবধি নানামুখী সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম করে আসছে। বিশেষ করে নতুন নতুন কর্ম সংস্থান সৃষ্টি করে সমাজ থেকে বেকারত্ব দূর করা। বিত্তহীন, দরিদ্রক্লিষ্ট, স্বল্পবিত্ত, মধ্যবিত্ত ও খেটে খাওয়া শ্রমজীবিদের'কে আত্মনির্ভশীল করে গড়ে তোলা এবং খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, বাসস্থান এর উন্নয়ন নিশ্চিত করা। বিভিন্ন শ্রেণীর পেশা জীবি, কুটির শিল্প ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে জামানত বিহীন ক্ষুদ্রঋণ প্রদান করা। এছাড়াও সেনিটেশন, বনায়ন, স্বাস্থ্য সেবা, শিক্ষা, আইন সহায়তা কার্যক্রম, সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম সৌরবিদুৎ ও আইপিএস কার্যক্রম সুনামের সহিত বাস্তবায়ন করে আসছে নিশান নামক এনজিটি।
প্রতিষ্ঠান প্রধানের পরিচিতি: প্রতিষ্ঠান প্রধানের নাম : মো: মঈন উদ্দিন, (এম.এস.এস ও এল.এল.বি) নির্বাহী পরিচালক। ২০০২ থেকে ২০০৮ পর্যন্ত নানা রকম সামাজিক ব্যবসা ও জনহিতকর কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। ২০০৮ সাল থেকে অদ্যবধি নিশান স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সোসাইটিতে নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন সময় সম্মাননায় ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখ যোগ্য Golden Jubilee Award-2021, মুক্তিযুদ্ধের বন্ধু শ্রীমতি ইন্দিরা গান্ধি এ্যাওয়ার্ড- ২০২১, মাদার তেরেসা স্মৃতি সম্মাননা - ২০২১, ন্যায্য কথা গুণীজন সম্মাননা- ২০১৪ ইত্যাদি অর্জন করেন তিনি। এছাড়া তিনি সমাজের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সময় অনুদানের ভুমিকা রেখে আসছেন, যা অতুলনীয়।
ইতিমধ্যে পলাতক সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর পরই দেশের অর্থনীতির বেহাল অবস্থা সৃষ্টি হয়। আর্থিক লেনদেনের কিছুটা সমস্যার সুবাদে একটি স্বার্থান্বেষী মহল নিশান নামক সংস্হাটি কে ধ্বংস করতে উঠে পরে লেগেছে। ১৮ বছররে সুনাম নষ্ট করার জন্য এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন সরল সহজ গ্রাহকদের পুঁজি করে৷
মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নে তেলিয়াপাড়া রোডে নিশান স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সোসাইটি নামক এনজিওর অফিস দীর্ঘ ১৮ বছর ধরে সুনামের সহিত উন্নয়ন শীল সমাজ সেবা দিয়ে আসছেন।
নিশান সোসাইটি চেয়ারম্যান, প্রশাসনিক পরিচালক মোঃ জালাল উদ্দীন বলেন, নিশান স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সোসাইটি সুনাম ধন্য এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সুনামের সাথে, স্বাস্থ্য পরিবেশ উন্নয়ন সচেতন মূলক, আইন সহতা কার্যকম, ক্ষুদ্রঋীন, কার্যক্রম , সেন্ট্রিশন, বনায়ন, কর্মসূচি নানা বিষয়ে উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছি আমরা। করুণারর সময় এই সংস্থাটি এলাকায় ও ভিন্ন জেলার মানুষের মাঝে উন্নয়ন মূলক কাজ করতে কোন প্রকার দ্বিধা বোধ করেনি।
নিশান সোসাইটিতে হাজার আমানত কারী গ্রাহকদের ভিড়ের মাঝে আস্তা ও বিশ্বস্ত রাখার অনুরোধ করেন। এবং গ্রহকদের প্রতি উদ্দেশ্য করে বলেন, দেশের এই ক্লান্তিলগ্নে বাংলাদেশের এই অবস্থায় আমাদের ২৮টি শাখায় চা-বাগান বন্ধ হওয়ার কারণে নিশান এনজিও'র গ্রাহকরা কিস্তি না দেওয়ায় সমস্যা দেখা দেয়। তবে ইতি মধ্যে চা- বাগান চালু হয়েছে। প্রতিটি শাখার কেন্দ্র গুলো নিয়মিত কিস্তি উত্তলন হলে এই সমস্যা থাকবে না। নিশান সোসাইটি সুনামের সঙ্গে সকল বাঁধা ফেরিয়ে রুখে দাঁড়ানো প্রস্তুতিও নিচ্ছি আমরা।
ডেপুটি ডিরেক্টর আব্দুল জলিল (সায়েম)আমানত কারীদের উদ্দেশ্যে বলেন, আমরা নিশান কর্তৃপক্ষ দীর্ঘ ১৮ বছর যাবত এই সংস্থাটিতে সুনামের সহিত উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি। কোন সমস্যা হয়নি বিগত দিন গুলোতে আমাদের। তবে খুব শীগ্রই সকল সমস্যা সমাধানের পথে চলে আসবে। নিশান সোসাইটির মালিক পক্ষগণ কোন দিন দেশ থেকে পলায়ন হবে না। নিশান ছিল আছে থাকবে। তাই কোন ভয়বীতি নিয়ে আমাদের প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার ফাঁদে পা দিবেন না। এই অনুরোধটি গ্রাহকদের কাছে রইল নিশান কর্তৃপক্ষের পক্ষ থেকে আমার।
৬নং শাহজাহানপুর ইউ'পি চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন চৌধুরী বলেন, নিশান এর মালিক আমাদের এলাকার সন্তান। আমি গ্রাহকদের উদ্দেশ্য বলছি কোন সদস্যদের টাকা নিয়ে পালিয়ে যাবে না এই এনজিও টি। আপনার নিশ্চিত থাকেন। এবং একটু সময় দেন সব কিছু ঠিক হয়ে আগের ন্যায় চলমান থাকবে এই প্রতিষ্ঠান। ভয় পাওয়ার কিছু নেই আমরা তো ছিলাম, আছি ও থাকব আপনাদের পাশে।
মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম নিশানের অফিসে এসে গ্রাহক ও কর্তৃপক্ষের সকল সমস্যার কথা নিবীর ভাবে শুনেন। এবং নিশানের আমানতকারীদের অর্থ ফিরে পেতে কোন ধরনে সমস্যার সম্মুখীনে না পড়েন এই বিষয় নিয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন।
এছাড়া হবিগঞ্জ জেলা পুলিশসহ তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এস আই বুলবুল আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অবস্থান করে যাচ্ছেন এই নিশানের প্রধান কার্যালয়ে।