<p><br></p>
মুন্সীগঞ্জের
গজারিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ লোকজনের গুলিতে রুহুল আমিন (৩৮) নামে এক পুলিশ সদস্য
আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের আধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ
রুহুল আমিন উল্লেখিত গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি কুমিল্লা জেলার চান্দিনা থানা পুলিশ কনস্টেবল কর্মরত ছিলেন। তার মানসিক সমস্যার কারণে ছুটি নিয়ে গত ৭/৮
মাস যাবৎ নিজ বাড়িতেই অবস্থান করছিলেন বলে জানা গেছে।
আহত
ব্যক্তির বাবা আব্দুল হক জানান, শনিবার
রাত সাড়ে ১১টার দিকে তার ছেলে বসতবাড়ির আঙ্গিনায় বসার মাচায় বসেছিলো। ওই রাতেই একই
গ্রামের বাসিন্দা চুন্নু, মানিক, তাইফুরসহ অজ্ঞাতনামা ২ থেকে ৩জন
অস্ত্রসহ তাদের বাড়িতে প্রবেশ করে তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী গুলি করে পালিয়ে যান।
তিনি
আরও জানান, গুরুতর আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে রুহুল আমীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে
পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনাটি ঘটেছে
বলে দাবি করেন তিনি।
এ
বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘এ বিষয় থানায়
কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’