<p><br></p>
১০ নভেম্বর ২০২৫, সোমবার, ১২:৩২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আজিমপুর প্রকল্পে অনিয়মের অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলী মালিক খসরুর বিরুদ্ধে তারেক রহমানের কাছে ছুটে গেলেন ইশরাক পেকুয়ায় প্রবাসীর বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ আরও এক ফাইনালে বাংলাদেশ হারল ‘আইজাজ’ এর কাছে সম্পর্ক মানে একটা কমিটমেন্ট: কোয়েল সেই ১৫ সেনা কর্মকর্তার পক্ষে লড়বেন না ব্যারিস্টার সারওয়ার বিএনপি আলোচনায় বসতে রাজি হয়নি সরিয়ে দেয়া হলো ডিএসসিসির প্রশাসক ও ওয়াসার এমডি শাহজাহান মিয়াকে নেপথ্যে নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল গাজীপুরে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭টি ইউনিট জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক


ঘন কুয়াশায় মাঝ নদীতে আটকা দুই ফেরি, চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১২-১২-২০২৪
ঘন কুয়াশায় মাঝ নদীতে আটকা দুই ফেরি, চলাচল বন্ধ ঘন কুয়াশার কারণে পাবনার কাজিরহাট ও মানিকগঞ্জের আরিচায় মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া মাঝ নদীতে আটকা রয়েছে দুই ফেরি। ফলে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক।ছবি : সংগৃহীত


 বিআইডব্লিউটিসি কাজিরহাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান বলেন, রাত সাড়ে ১১টা থেকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। একপর্যায়ে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে রাত ২টার দিকে কাজিরহাট ঘাট থেকে কিষাণী আরিচা থেকে ছেড়ে আসা অন্য আরেকটিসহ দুটি ফেরি মধ্য নদীতে নোঙর করে রাখা হয়। এরপর থেকে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে।

তিনি জানান, কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। আর ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলো সিরিয়ালি পার হবে।

 

পাবনায় গত চারদিন ধরে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। একই সঙ্গে রাতে ভোরে বাড়ছে কুয়াশার ঘনঘটা। কুয়াশা নদীতে আরও বেশি হওয়ায় রুট অস্পষ্ট হচ্ছে। ফলে মাঝে মাঝেই বন্ধ রাখতে হচ্ছে ফেরি চলাচল। কারণে গত মঙ্গলবার দিনগত রাত ১২টা ৪০ মিনিট থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

 

শেয়ার করুন