২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৭:৩১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


জাউয়া বাজার ইউনিয়ন পরিষদে'র দায়িত্বভার হস্তান্তর অনুষ্টান সম্পন্ন।।
মোঃ জাকারিয়া। ছাতক উপজেলা প্রতিনিধি,
  • আপডেট করা হয়েছে : ৩০-১২-২০২১
জাউয়া বাজার ইউনিয়ন পরিষদে'র দায়িত্বভার হস্তান্তর অনুষ্টান সম্পন্ন।।


ছাতকের জাউয়া বাজার ইউনিয়ন পরিষদ'র দায়িত্বভার হস্তান্তর অনুষ্টান সম্পন্ন হয়েছে।বুধবার সকাল সাড়ে ১১টায় ইউপি কার্যালয়ের হলরুমে এক অনারম্ভর অনুষ্টানের মধ্য দিয়ে এ দায়িত্বভার হস্তান্তর অনুষ্টান সম্পন্ন হয়। ইউপি চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি মুরাদ হোসেন'র সভাপতিত্বে ও ইউপি সচিব মোহাম্মদ কায়েস মাহমুদ'র পরিচালনায় প্রথম দফা অনুষ্টানে বিদায়ী চেয়ারম্যান মুরাদ হোসেন প্রথমে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল হক, ইউপি'র নব নির্বাচিত সকল সদস্য, সদস্যাগণকে পুষ্প মাল্য দিয়ে বরন করেন। এসময় বিদায়ী ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন তার বক্তব্যে বলেন, বিগত ৫ টি বছর ইউনিয়নবাসী'র মূল্যবান রায়ে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে, আমার পরিষদ'র সকল সদস্য ও সদস্যাগণকে সাথে নিয়ে ন্যায় নিষ্টার সহিত কর্ম পরিচালনা করে অবহেলিত জাউয়া বাজার ইউনিয়নকে একটি আধুনিক, মানোন্নত ও ডিজিটাল ইউনিয়ন গড়তে নিরলস পরিশ্রম করেছি। আধুনিক ইউপি কার্যালয় নির্মাণ করেছি। জনগন'র সুষম উন্নয়ন বন্টন নিশ্চিত করেছি। আমার পরিষদ'র সকল সদস্য, সদস্যার নিষ্টার সহিত দায়িত্ব পালন এবং ছাতক-দোয়ারা বাজার আসনের বার-বার নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি'র আন্তরিক ভালবাসা ও ইউনিয়নবাসী'র আপামর জনগন'র সর্বাত্মক সহযোগিতায় আমরা এতটুকু উন্নয়নকাজ সম্পন্ন করেছি। জনপ্রতিনিধি না থাকলেও, ভবিষ্যতে এ ইউনিয়নবাসী'র পাশে থাকার প্রত্যয়ে আজিবন কাজ করার জন্য সকল'র নিকট তিনি সহযোগিতার আশ্বাষ দেন। নব নির্বাচিত পরিষদ'র পাশে থেকে উন্নয়ন কাজকে এগিয়ে নিতে তাদের সর্বাত্বক প্রচেষ্টা অব্যাহত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে সকল'র সহযোগীতা কামনা করেন ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন। ২য় পর্বে স্বাগত বক্তব্য রাখেন, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল হক। তিনি বলেন, সকল'র মূল্যবান গণরায়ে জনপ্রতিনিধি হয়েছি। সকল'র পরামর্শকে কাজে লাগিয়ে জাউয়া বাজার ইউনিয়নকে আধুনিক, প্রযুক্তি নির্ভর,মডেল ইউনিয়ন গড়াই আমাদের কাজ। তিনি সকল'র সর্বাত্বক সহযোগীতা কামনা করেন। এ ছাড়াও বক্তব্য রাখেন, মেম্বার আব্দুর রহিম, মেম্বার আংগুর মিয়া, মেম্বার আব্দুল কদ্দুছ সুমন, মেম্বার কাজী রুমেল মিয়া, মেম্বার আব্দুন নূর, মেম্বার আমতর আলী, মেম্বার নুনু মিয়া, মেম্বার আব্দুল জলিল, মেম্বার এহসানুল হক, মেম্বার আলমগীর হোসেন, সংরক্ষিত মহিলা আসনের মেম্বার নূর বাহার বেগম, হেনা বেগম, মোছাঃ মিনি আক্তার জেলি প্রমূখ। এ ছাড়াও স্হানীয়- হাজী তাজুদ মিয়া, হাজী আনছার আলী, আবারক আলী, আকবর আলী, আব্দুল হক, আলী নূর, মতছির আলী, সিরাজুল ইসলাম, মুহিব খান, মজম্মিল খান, সুয়েব খান বক্তব্য রাখেন। এ সময় ইউনিয়ন'র গণ্যমান্য লোকজন, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ি নেতৃ্বৃন্দ উপস্হিত ছিলেন। পরে ইউপি সচিব মোহাম্মদ কায়েস মাহমুদ'র সমাপনী বক্তব্য'র মাধ্যমে ও ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল হক'র হাতে দায়িত্বভার আনুষ্টানিকভাবে হস্তান্তর'র মাধ্যমে অনুষ্টান'র সমাপ্তি করা হয়।

শেয়ার করুন