২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০১:০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


ঢাকা দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মধুকে অব্যাহতি
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক এ কে সাংবাদিক আনোয়ার
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২১
ঢাকা দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মধুকে অব্যাহতি


ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি আহম্মেদ উল্লাহ মধুকে স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এর আগে তাকে নোটিশ প্রদান করা হয়। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। যুবলীগের সূত্র জানিয়েছে, মধু ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি হলেও দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিল। দলের কোন কর্মসূচিতে তাকে দেখা যেত না। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে হঠাৎ গর্ত থেকে বের হয়ে পোস্টার-ব্যানার ও ফেস্টুনে নিজের উপস্থিতি জানান দিতে থাকেন। এরপর ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে থাকেন সবখানে। এর মধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জমা পড়তে থাকে যুবলীগের হাইকমান্ডের হাতে। এর পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে তাকে শোকজ করা হয়। তবে জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

বহিষ্কার আদেশে নিখিল লিখেছেন, আপনার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করে। আপনাকে শোকজ করা হয়েছিল, কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় অব্যাহতি দেয়া হলো।

শেয়ার করুন